Chinsurah police lodged suo-moto case: নোটিস ধরানো হয়েছে ৬ বিজেপি কর্মীকে।
অপারেশন সিঁদুর নিয়ে আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর বক্তব্য। তার পালটা মুখ্যমন্ত্রীর বক্তব্য। আর তার প্রতিবাদে চুঁচুড়া পিপুলপাতির মোড়ে গতকাল বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
তখন রাস্তায় বসে থাকা মহিলা বিজেপি কর্মীদের টেনে সরাতে গেলে পুলিসের সঙ্গে ধস্তাধস্তি হয়। এরপরই মহিলা পুলিসকর্মীদের সিঁদুর লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
এই ঘটনায় আজ চুঁচুড়া থানার পুলিস সুয়োমোটো মামলা রুজু করে। নোটিস ধরানো হয়েছে ৬ বিজেপি কর্মীকে।
ওদিকে সিঁদুর নিয়ে ছেলেখেলা করছে বিজেপি! মহিলা পুলিসকর্মীদের গালে সিঁদুর লেপে দিচ্ছে! এর প্রতিবাদে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে মিছিল হয় চুঁচুড়ায়।
পিপুলপাতির মোড় থেকে চুঁচুড়া ঘড়ির মোড় পর্যন্ত হয় মিছিল। মিছিল শেষে চুঁচুড়া থানায় গিয়ে বিধায়ক একটি অভিযোগ করেন। নাম না করে গতকালের ঘটনার তদন্ত দাবি করেন।
পাশাপাশি মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর বক্তব্য ফেসবুকে লেখার জন্য এক বিজেপি মহিলা কর্মীর বিরুদ্ধে অভিযোগও করেন।
বিজেপি হুগলি সাংগঠনিক জেলার সম্পাদক সুরেশ সাউয়ের পালটা বক্তব্য, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সিঁদুর নিয়ে খারাপ মন্তব্য করছেন। বিজেপি মহিলা কর্মীরা সিঁদুর হাতে নিয়ে তার প্রতিবাদ জানিয়েছে।
সেই মহিলাদের বিরুদ্ধে পুলিস মামলা করছে! অথচ অনুব্রত মণ্ডল যখন পুলিসকে কু-কথা বলছে, তার বিরুদ্ধে কিন্তু কোনও পদক্ষেপ পুলিস নিতে পারছে না!