PHOTOS

শহরে একের পর এক খুন, তদন্তে সামিল চিরঞ্জিৎ কমলেশ্বর রণজয়

Advertisement
1/7
চিরঞ্জিত চক্রবর্তী
চিরঞ্জিত চক্রবর্তী

ছবির নাম 'মৃত্যুর রং ধূসর'।ছবিটি পরিচালনা করেছেন বিক্রম আদিত্য অর্জুন। এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার। ছবিতে অন্যতম মুখ্য চরিত্রে দেখা যাবে চিরঞ্জিৎ চক্রবর্তীকে। 

2/7
রণজয় বিষ্ণু
রণজয় বিষ্ণু

ছবিতে দেখা যাবে কয়েকজন ছেলে মেয়ে খুন হয়ে যায় শহরে। খুনিকে ধরতে ব্যর্থ লোকাল থানা। তাই লাল বাজার থেকে স্পেশাল টিম নিয়োগ করা হয়। 

 

3/7
কমলেশ্বর মুখোপাধ্যায়
কমলেশ্বর মুখোপাধ্যায়

চেষ্টা করেও এরা কোনও কুল কিনারা করতে পারে না তাঁরা। পরে জানা যায় এটি একটি সাইকো কিলারের কাজ। 

4/7
ঐন্দ্রিলা বোস
ঐন্দ্রিলা বোস

শেষ পর্যন্ত খুনি কি ধরা পড়বে,খুনের মোটিভই বা কী এই নিয়েই এগিয়েছে ছবির চিত্রনাট্য।

5/7
কিঞ্জল নন্দ
কিঞ্জল নন্দ

ছবিতে অভিনয় করেছেন চিরঞ্জিত চক্রবর্তী,কিঞ্জল নন্দ,সৌমিতা, ঐন্দ্রিলা বোস,কমলেশ্বর মুখার্জি, রনজয় বিষ্ণু সহ অন্যান্যরা।

6/7
সৌমিতা
সৌমিতা

কলকাতাতেই হবে ছবির বেশির ভাগ অংশের শুটিং। 'শ্যাডো অফ দ্য ডেভিল' সিরিজের দশটি পার্ট এর মধ্যে এটি হল প্রথম অংশ।

7/7
পরিচালক বিক্রম আদিত্য অর্জুন
পরিচালক বিক্রম আদিত্য অর্জুন

ছবিতে ৩ টি গান রয়েছে।সংগীত পরিচালনা করেছেন লয় দীপ। ইতিমধ্যেই দুটো গানের রেকর্ডিং হয়ে গিয়েছে। গান দুটি গেয়েছেন রূপম ইসলামও দেব অরিজিৎ। এটি একটি সিনেম্যাটিক সিরিজ। আগামী বছর বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।





Read More