PHOTOS

Digital Arrest | Secret Santa Link: এই লিংক পেলে কেউ যেন ক্লিক না করে! সিক্রেট সান্তা পথে বসাতে পারে আপনাকে...

Fraud Secret Santa Link: কিছুক্ষণ পরেই আপনার নম্বরে বা মেইলে চলে আসবে কনফার্মেশন। আর সেখানেই ক্লিক করলে আসবে ওটিপি।

Advertisement
1/8
ডিজিটাল যুগে
ডিজিটাল যুগে

বড়দিন বা ক্রিসমাস মানেই কেক ও সান্তার গিফট। আর উপহার পেতে কার না ভালো লাগে? কিন্তু বর্তমানে ডিজিটাল যুগে কমবেশি উপহার মানুষ ডিজিটালই পাঠায়। 

 

2/8
নামী-দামী প্রোডাক্ট
নামী-দামী প্রোডাক্ট

 এই উৎসবের মরসুমে এই লিংকে ক্লিক করুন। ক্লিক করলেই পাবেন এই নামী-দামী প্রোডাক্টগুলি। এই ভুয়ো লিংক খুব ছড়িয়ে যায়।

3/8
অজান্তে
অজান্তে

বিশেষ করে বাড়ির বড় থেকে বয়স্করাই আপনাদের এই লিংকে দেবে অজান্তে। হয়ত আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ এল আমাজন গিফ্ট বক্সের লিংকের। 

4/8
লোভ
লোভ

উপহারের লোভে আপনি হয়ত ক্লিক করলেন। লেখা থাকবে কিছু নামী-দামী প্রোডাক্টের নাম।

5/8
ক্লিক করলে
ক্লিক করলে

আপনি হয়ত ক্লিকও করলেন। কিন্তু তার আগেই বেশকিছু স্টেপ ফলো করতে হয়। এক পুনরায় লিংকটি ফরওয়ার্ড করুন । তারপর চাইবে আপনার ফোন নম্বর, নাম এবং ইমেল। 

6/8
কনফার্মেশন
কনফার্মেশন

কিছুক্ষণ পরেই আপনার নম্বরে বা মেইলে চলে আসবে কনফার্মেশন। আর সেখানেই ক্লিক করলে আসবে ওটিপি। সেটা দিলেই ফাঁকা হয়ে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট! 

7/8
ফিশিং বা হোয়েলিং
ফিশিং বা হোয়েলিং

সাইবার অপরাধের পরিভাষায় একে বলা হয় ফিশিং বা হোয়েলিং। একসঙ্গে বহু মানুষের তথ্য সংগ্রহ করার বিশেষ চক্র।

8/8
বাঁচার উপায়
বাঁচার উপায়

৮. এই চক্রের হাত থেকে বাঁচার উপায় হল- সব সময় অনলাইন লেনদেন নিয়ে সতর্ক থাকা। কোনও কারণে প্রতারণার শিকার হলে দ্রুত নিকটবর্তী থানায় অভিযোগ জানান।      





Read More