টেস্ট ক্রিকেটে পুরুষদের ম্যাচে মহিলা আম্পায়ার। ১৪৪ বছরের টেস্ট ইতিহাসে নাম তুললেন ক্লেয়ার পোলোসাক (Claire Polosak)।
সিডনিতে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব সামলাচ্ছেন ক্লেয়ার পোলোসাক (Claire Polosak)।
টেস্টে এই প্রথমবার হলেও আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে এমন দায়িত্ব সামলেছেন ৩২ বছর বয়সী পোলোসাক (Claire Polosak)। নামিবিয়া বনাম ওমান (পুরুষদের ম্যাচ) একদিনের ক্রিকেট ম্যাচে আম্পায়ার ছিলেন তিনি।
মেয়েদের বিশ্বকাপেও আম্পায়ারিং করেছেন অস্ট্রেলিয়ার ক্লেয়ার পোলোসাক (Claire Polosak)।
কখনও ক্রিকেট না খেললেও ১৫ বছর বয়স থেকে আম্পায়ারিং করছেন ক্লেয়ার পোলোসাক (Claire Polosak)।
নিউ সাউথ ওয়েলসে বাড়ি পোলোসাকের (Claire Polosak)। তিনি নিজেই জানান, কোনওদিন ক্রিকেট না খেললেও , খেলা তিনি দেখতেন। বাবা-মা তাঁকে আম্পায়ারিংয়ে নিয়ে আসেন বলে জানান।