PHOTOS

Kolkata Eid Traffic: ঈদের দিন বন্ধ কলকাতার রাস্তা! একনজরে দেখে নিন ট্রাফিক আপডেট...

Kolkata Eid Traffic Update: জন্য বেলা ১২টা পর্যন্ত যানচলাচল বন্ধ রাখা হয়েছে। কোনরকমের পণ্যবাহী যানচলাচল করতে পারবে না।

Advertisement
1/6
ঈদ
ঈদ

অয়ন ঘোষাল: কলকাতার বেশকিছু রাস্তা রয়েছে, যেখানে বছরের পর বছর সাধারণ মানুষ ঈদের দিন নামাজ পড়েন। 

2/6
যান নিয়ন্ত্রণ
যান নিয়ন্ত্রণ

এবার সেই সমস্ত রাস্তাগুলিতে যান নিয়ন্ত্রণের জন্য বেলা ১২টা পর্যন্ত যানচলাচল বন্ধ রাখা হয়েছে। (তথ্য এবং সূত্র- অয়ন ঘোষাল) 

3/6
সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিস
সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিস

এমনই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিস। মূলত ভোর ৪টে থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের একাধিক যানচলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। (তথ্য এবং সূত্র- অয়ন ঘোষাল)   

 

4/6
বন্ধ রয়েছে মানিকতলা
বন্ধ রয়েছে মানিকতলা

বন্ধ রয়েছে মানিকতলা মেইন রোড, নারকেলডাঙা রোড, বন্ধ আরজি কর রোড, এসিপি রায় রোড। (তথ্য এবং সূত্র- অয়ন ঘোষাল) 

5/6
৭১ টি জোন চিহ্নিত
৭১ টি জোন চিহ্নিত

পাশাপাশি মোট ৭১ টি জোন চিহ্নিত করা হয়েছে যেখানে কোনরকমের পণ্যবাহী যানচলাচল করতে পারবে না। (তথ্য এবং সূত্র- অয়ন ঘোষাল)

6/6
বন্ধ থাকছে ট্রাম
বন্ধ থাকছে ট্রাম

সাময়িকভাবে বন্ধ থাকছে ট্রাম চলাচল। (তথ্য এবং সূত্র- অয়ন ঘোষাল) 





Read More