Kolkata Eid Traffic Update: জন্য বেলা ১২টা পর্যন্ত যানচলাচল বন্ধ রাখা হয়েছে। কোনরকমের পণ্যবাহী যানচলাচল করতে পারবে না।
অয়ন ঘোষাল: কলকাতার বেশকিছু রাস্তা রয়েছে, যেখানে বছরের পর বছর সাধারণ মানুষ ঈদের দিন নামাজ পড়েন।
এবার সেই সমস্ত রাস্তাগুলিতে যান নিয়ন্ত্রণের জন্য বেলা ১২টা পর্যন্ত যানচলাচল বন্ধ রাখা হয়েছে। (তথ্য এবং সূত্র- অয়ন ঘোষাল)
এমনই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিস। মূলত ভোর ৪টে থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের একাধিক যানচলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। (তথ্য এবং সূত্র- অয়ন ঘোষাল)
বন্ধ রয়েছে মানিকতলা মেইন রোড, নারকেলডাঙা রোড, বন্ধ আরজি কর রোড, এসিপি রায় রোড। (তথ্য এবং সূত্র- অয়ন ঘোষাল)
পাশাপাশি মোট ৭১ টি জোন চিহ্নিত করা হয়েছে যেখানে কোনরকমের পণ্যবাহী যানচলাচল করতে পারবে না। (তথ্য এবং সূত্র- অয়ন ঘোষাল)
সাময়িকভাবে বন্ধ থাকছে ট্রাম চলাচল। (তথ্য এবং সূত্র- অয়ন ঘোষাল)