Mamata Banerjee: লাগাতার বৃষ্টি বন্যা পরিস্থিতি আরামবাগ, খানাকুল-সহ হুগলির বিস্তীর্ণ এলাকা। জলবন্দি ঘাটালও। এদিন সরেজমিনে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: দুর্যোগ কাটবে কবে? লাগাতা বৃষ্টিতে বানভাসি রাজ্যের একাধিক জেলায়। হুগলির আরামবাগে বন্যাদুর্গতদের নিজে হাতে খাওয়ালেন মু্খ্যমন্ত্রী। ত্রাণ শিবিরে পরিবেশন করলেন খিচুড়ি। খতিয়ে দেখলেন বন্যা পরিস্থিতিও।
প্রতিবছরও হয়। এবার বর্ষায় জলের তলায় আরামবাগ, খানাকুল-সহ হুগলির বিস্তীর্ণ এলাকা। সঙ্গে পশ্চিম মেদিনীপুরের ঘাটালও।
আজ, সকালে কলকাতা থেকে সড়কপথে আরামবাগে পৌঁছন মুখ্যমন্ত্রী।
পথে গোঘাটের একটি ত্রাণশিবিরে ঘুরে যান মুখ্যমন্ত্রী। সেখানেই বন্যা দুর্গতদের খাবার পরিবেশন করতে দেখা যায় তাঁকে।
ত্রাণশিবিরে সার দিয়ে বসেছিলেন বন্যাদুর্গতেরা। সামনে তাঁদের শালপাতার থালায় খিচুড়ি পরিবেশন করেন মুখ্যমন্ত্রী। ছিলেন আরও বেশ কিছু খাবারের পদ।
হুগলির আরামবাগ, খানাকুল ঘুরে মুখ্যমন্ত্রী যান ঘাটালে। সঙ্গে ছিলেন সাংসদ দেবও।
মুখ্যমন্ত্রী বলেন, বলেন, 'ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্রের করার কথা ছিল, ওরা করেনি। আমরা দেড় হাজার কোটি টাকার মাস্টার প্ল্যান করেছি। এবার বাজেটে পাঁচশো কোটি টাকা রাখা হয়েছে'। সঙ্গে ঘোষণা, 'বর্ষার পরই ঘাটাল পুর এলাকায় ৭ কোটি টাকা খরচ পাম্প বসানো হবে'।