PHOTOS

Mamata at Goa: গোয়ায় দিনভর একগুচ্ছ কর্মসূচি মমতার, যাবেন তিন মন্দির দর্শনে

দলীয় নেতৃত্বকে প্রচার কৌশল ছকে দেবেন নেত্রী।

Advertisement
1/5
গোয়ায় মমতা
গোয়ায় মমতা

নিজস্ব প্রতিবেদন: টার্গেট ২০২২-এর বিধানসভা ভোট। সৈকত রাজ্য গোয়ায় (Goa) তৃণমূল কংগ্রেসের (TMC) মাটি শক্ত করতে গিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার তাঁর একগুচ্ছ কর্মসূচি রয়েছে।

 

2/5
সকাল ১০টা
সকাল ১০টা

বুধবার এরাজ্যের মুখ্যমন্ত্রীকে গোয়া বিমানবন্দরে স্বাগত জানান গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো, প্রসাদ গাঁওকার, লাভো মাম্লেদার, এন শিভদাস এবং স্বাতি কেরকার। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন।  বৃহস্পতিবার সকাল ১০টায় গোয়ার তৃণমূল নেতাদের নিয়ে বৈঠক করবেন দলনেত্রী। ছকে দেবেন প্রচার কৌশল।

3/5
দুপুর ১২টা এবং ১টা
দুপুর ১২টা এবং ১টা

গোয়ার মৎস্যজীবীদের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরপর সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি।

4/5
দুপুর সাড়ে ৩টে, ৪টে এবং সাড়ে ৪টে
দুপুর সাড়ে ৩টে, ৪টে এবং সাড়ে ৪টে

গোয়ার মঙ্গুয়েশি মন্দির, শ্রী মাহালসা নারায়ণী মন্দির এবং তপভূমি মন্দির দর্শন করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

5/5
বিকেল ৫.৪৫
বিকেল ৫.৪৫

গোয়ার সমাজ কর্মীদের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।





Read More