PHOTOS

Cockroach found trapped: 'অদ্ভুত কিছু একটা আটকে আছে', মহিলার ভ্যাজাইনা থেকে বেরোল...

Cockroach found trapped inside vagina: এই ঘটনায় ডাক্তার নিজেও হাঁ হয়ে গিয়েছেন।

Advertisement
1/5
'কিছু একটা আটকে'
'কিছু একটা আটকে'

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'অদ্ভুত কিছু একটা আটকে আছে'। অস্বস্তি নিয়ে ক্লিনিকে ছুটে গিয়েছিলেন এক মহিলা।

 

2/5
'কিছু একটা আটকে'
'কিছু একটা আটকে'

প্রচণ্ড অস্থির লাগছিল তাঁর। ইরিটেশন হচ্ছিল। ঘামছিলেন দর দর করে। ঘুমাতে পারেননি সারা রাত। 

 

3/5
'কিছু একটা আটকে'
'কিছু একটা আটকে'

কিন্তু কী হয়েছে, তা কিছুতেই বুঝতে পারছিলেন না ওই মহিলা। শেষে ক্লিনিকে যেতে ডাক্তার পরীক্ষা করতেই চক্ষু চড়কগাছ! 

 

4/5
'কিছু একটা আটকে'
'কিছু একটা আটকে'

পরীক্ষায় ধরা পড়ে ওই মহিলার ভ্যাজাইনাতে আটকে আছে একটি আরশোলা। স্পেকুলাম দিয়ে ওই মরা আরশোলা টেনে বের করে আনেন ডাক্তার।

 

5/5
'কিছু একটা আটকে'
'কিছু একটা আটকে'

তাজ্জব করা এই ঘটনাটি ঘটেছে সেন্ট্রাল আমেরিকার হন্ডুরাসে। যদিও ওই আরশোলা মহিলার শরীরে কী করে ঢুকল বা কতদিন ধরে আছে, তা স্পষ্ট নয়।





Read More