PHOTOS

LPG Price: মাসের শুরুতেই একলাফে কমল LPG সিলিন্ডারের দাম

LPG Price: মে মাসের প্রথমেই ১৯ কেজির সিলিন্ডারের দাম কমেছিল ১৪.৫০ টাকা। তার পর ফের কমল ১৯ কেজি সিলিন্ডারের দাম

Advertisement
1/7
কমল গ্য়াসের দাম
কমল গ্য়াসের দাম

মাসের প্রথমেই কমে গেল এলপিজি সিলিন্ডারের দাম। তবে তা বাণিজ্যিক ১৯ কেজির সিলিন্ডারের। এর ফলে খানিকটা স্বস্তি পাবেন গ্রাহকরা।

2/7
মে মাসেও কমেছিল
মে মাসেও কমেছিল

মে মাসের প্রথমেই ১৯ কেজির সিলিন্ডারের দাম কমেছিল ১৪.৫০ টাকা। তার পর ফের কমল ১৯ কেজি সিলিন্ডারের দাম। 

3/7
কত দাম
কত দাম

রবিবার থেকে ১৯ কোজির সিলিন্ডারের দাম পড়বে ১৮২৬ টাকা।

4/7
কতটা কমল
কতটা কমল

সিলিন্ডারে দাম কমল ২৫ টাকা ৫০ পয়সা।

5/7
দিল্লির দর
দিল্লির দর

দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ১৭৪৭.৫০ টাকা। এবার সেই দাম হল ১৭২৩.৫০ টাকা।

6/7
৩ বার কমল সিলিন্ডারের দাম
৩ বার কমল সিলিন্ডারের দাম

এনিয়ে পরপর ৩ বার বাণিজ্যিক সিলিন্ডাররের দাম কমল। এর আগে ১ মে দাম কমেছিল ১৪.৫০ টাকা ও ১ এপ্রিল দাম কমেছিল ৪১ টাকা।

7/7
১৪ কেজির সিলিন্ডার
১৪ কেজির সিলিন্ডার

অন্যদিকে, ১৪ কেজির ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ৮৭৯ টাকাই রয়েছে। 





Read More