LPG Price: মে মাসের প্রথমেই ১৯ কেজির সিলিন্ডারের দাম কমেছিল ১৪.৫০ টাকা। তার পর ফের কমল ১৯ কেজি সিলিন্ডারের দাম
মাসের প্রথমেই কমে গেল এলপিজি সিলিন্ডারের দাম। তবে তা বাণিজ্যিক ১৯ কেজির সিলিন্ডারের। এর ফলে খানিকটা স্বস্তি পাবেন গ্রাহকরা।
মে মাসের প্রথমেই ১৯ কেজির সিলিন্ডারের দাম কমেছিল ১৪.৫০ টাকা। তার পর ফের কমল ১৯ কেজি সিলিন্ডারের দাম।
রবিবার থেকে ১৯ কোজির সিলিন্ডারের দাম পড়বে ১৮২৬ টাকা।
সিলিন্ডারে দাম কমল ২৫ টাকা ৫০ পয়সা।
দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ১৭৪৭.৫০ টাকা। এবার সেই দাম হল ১৭২৩.৫০ টাকা।
এনিয়ে পরপর ৩ বার বাণিজ্যিক সিলিন্ডাররের দাম কমল। এর আগে ১ মে দাম কমেছিল ১৪.৫০ টাকা ও ১ এপ্রিল দাম কমেছিল ৪১ টাকা।
অন্যদিকে, ১৪ কেজির ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ৮৭৯ টাকাই রয়েছে।