Viral Video: কখনও বোনাস হিসাবে কর্মীদের নগদ টাকা তো কখনও আস্ত গাড়ি উপহার। নানা ধরনের পদ্ধতিই দেখা গিয়েছে এ যাবত্। কিন্তু তাই বলে এই কাণ্ড! তাজ্জব নেটদুনিয়া।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কর্মীদের বোনাস দেওয়ার জন্য এক অদ্ভুত পার্টির আয়োজন করল চিনের এক সংস্থা। চিনের একটি ক্রেন সংস্থা একটি পার্টির আয়োজন করেছিল। সেখানেই তাঁরা ঘোষণা করেন কর্মীদের বোনাস দেওয়া হবে।
সে জন্যেই টেবিলের উপর থরে থরে সাজিয়ে দেওয়া হল ১১ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যার মূল্য আনুমানিক ৭০ লক্ষ টাকা। সেই টাকা যত খুশি নিজেদের মতো তুলে নেওয়া যাবে।
কিন্তু শর্ত আছে কিছু। ১৫ মিনিটে যে যত টাকা গুণতে পারবেন সেই পরিমাণ টাকাই তাঁর বোনাস। এরকম বেশ কিছু ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
তার মধ্য়ে একটিতে ক্যাপশন ছিল, "হেনান সংস্থা তার বছরের শেষের বোনাসের জন্য কয়েক মিলিয়ন দিচ্ছে। কর্মচারীরা যতটা গুনতে পারে ততটাই তাদের নগদ।"
আর এই ভিডিয়োতেই নেটিজেনের মন্তব্য, 'এই সার্কাসের পরিবর্তে কর্মীদের অ্যাকাউন্টে ক্রেডিট করলেই হয়। এটা অপমানজনক। তবে দুর্দান্ত প্রাচীরের পিছনে একটি আলাদা পৃথিবী চিন।'