PHOTOS

China: থরে থরে সাজানো প্রায় ৭০ কোটি টাকা! 'যত খুশি তুলে নাও', বোনাস দিতে নতুন পদ্ধতি কোম্পানির...

Viral Video: কখনও বোনাস হিসাবে কর্মীদের নগদ টাকা তো কখনও আস্ত গাড়ি উপহার। নানা ধরনের পদ্ধতিই দেখা গিয়েছে এ যাবত্‍। কিন্তু তাই বলে এই কাণ্ড! তাজ্জব নেটদুনিয়া। 

Advertisement
1/5
চিনের ভাইরাল ভিডিয়ো
চিনের ভাইরাল ভিডিয়ো

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কর্মীদের বোনাস দেওয়ার জন্য এক অদ্ভুত পার্টির আয়োজন করল চিনের এক সংস্থা। চিনের একটি ক্রেন সংস্থা একটি পার্টির আয়োজন করেছিল। সেখানেই তাঁরা ঘোষণা করেন কর্মীদের বোনাস দেওয়া হবে। 

2/5
চিনের ভাইরাল ভিডিয়ো
চিনের ভাইরাল ভিডিয়ো

সে জন্যেই টেবিলের উপর থরে থরে সাজিয়ে দেওয়া হল ১১ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যার মূল্য আনুমানিক ৭০ লক্ষ টাকা। সেই টাকা যত খুশি নিজেদের মতো তুলে নেওয়া যাবে। 

3/5
চিনের ভাইরাল ভিডিয়ো
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mothership (@mothershipsg)

কিন্তু শর্ত আছে কিছু। ১৫ মিনিটে যে যত টাকা গুণতে পারবেন সেই পরিমাণ টাকাই তাঁর বোনাস। এরকম বেশ কিছু ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

4/5
চিনের ভাইরাল ভিডিয়ো
চিনের ভাইরাল ভিডিয়ো

তার মধ্য়ে একটিতে ক্যাপশন ছিল, "হেনান সংস্থা তার বছরের শেষের বোনাসের জন্য কয়েক মিলিয়ন দিচ্ছে। কর্মচারীরা যতটা গুনতে পারে ততটাই তাদের নগদ।"

5/5
চিনের ভাইরাল ভিডিয়ো
চিনের ভাইরাল ভিডিয়ো

আর এই ভিডিয়োতেই নেটিজেনের মন্তব্য, 'এই সার্কাসের পরিবর্তে কর্মীদের অ্যাকাউন্টে ক্রেডিট করলেই হয়। এটা অপমানজনক। তবে দুর্দান্ত প্রাচীরের পিছনে একটি আলাদা পৃথিবী চিন।' 





Read More