PHOTOS

Bengaluru Stampede: জিতেও ভোগান্তি! পদপিষ্টের ঘটনায় এবার বিরাটের বিরুদ্ধে মামলা...

Complaint Against Virat Kohli: বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনায় এবার মামলা দায়ের বিরাট কোহলির বিরুদ্ধে। এক সমাজকর্মী ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বলে জানা গিয়েছে।

Advertisement
1/6

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৪ জুন বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম পদপিষ্টের ঘটনায় ১১ জনের মর্মান্তিক মৃত্যু। এবার এই ঘটনায় ক্রিকেটার বিরাট কোহলির বিরুদ্ধে কাবন পার্ক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।

2/6

অভিযোগকারী একজন সমাজকর্মী এইচএম ভেঙ্কটেশ। ইনি বিরাট কোহলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

3/6

তাঁর অভিযোগ যে বিরাট আইপিএলের মাধ্যম জুয়া খেলার প্রচার করছেন। ভেঙ্কটেশ দাবি করেন যে, এই কারণেই এত ভিড় জমে যায় এবং মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

 

4/6

পুলিস জানিয়েছে, এই অভিযোগটি ইতিমধ্যেই দায়ের হওয়া মামলার অন্তর্ভুক্ত করে দেখা হবে এবং চলমান তদন্তের অংশ হিসেবেই খতিয়ে দেখা হবে।

5/6

এইচএম ভেঙ্কটেশ আরও দাবি করেছেন, আইপিএল কোনও খেলা নয়, বরং এটা একটি জুয়ার মাধ্যমে ক্রিকেটকে কলুষিত করেছে। তিনি বলেন, 'বেঙ্গালুরুর আরসিবি দলের বিরাট কোহলি এই ধরনের জুয়ার প্রচারে অন্যতম মুখ্য ব্যক্তি। তিনি মানুষকে এক নির্দিষ্ট স্থানে জড়ো হতে উৎসাহিত করেছেন, যার ফলেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।' তাই তাঁর অনুরোধ, 'এই দুর্ঘটনার এফআইআরে বিরাট কোহলি এবং তাঁর দলের সদস্যদের অভিযুক্ত করা হোক এবং তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক।'

6/6

এদিকে, শুক্রবার বেঙ্গালুরু পুলিস আরসিবির মার্কেটিং প্রধান নিখিল সোসালেকে গ্রেফতার করেছে। তাকে বেঙ্গালুরু বিমানবন্দর থেকে আটক করা হয়। এছাড়াও জয়ের উত্‍সবের আয়োজক ডিএনএ এন্টারটেইনমেন্ট নেটওয়ার্কস প্রাইভেট লিমিটেডের তিনজন কর্মীকেও পুলিস আটক করে। তিনজন ইভেন্ট ম্যানেজার সহ চারজনকে ১৪ দিনের বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে।





Read More