PHOTOS

লকডাউনের জেরে আটকে বিদেশে, চরম ঘটনা ঘটে গেল সানার জীবনে

Advertisement
1/5

কুছ কুছ হোতা হ্যায়-এর সেই ছোট্ট অঞ্জলিকে মনে আছে! শাহরুখে খানের কোলে চড়ে, ফরিদা জালালের সঙ্গে মিষ্টি অভিনয় করে যে শিশু শিল্পী জিতে নিয়েছিল দর্শকদের হৃদয়। হ্যাঁ ঠিকই ধরেছেন, সানা সইদের কথাই বলা হচ্ছে। জানেন কী অবস্থায় রয়েছেন বর্তমানে সানা!

2/5

রিপোর্টে প্রকাশ, নিজের কাজের জন্য সম্প্রতি বিদেশে যান সানা। কিন্তু করোনা সংক্রমণ এবং লকডাউনের জেরে সেখানেই আটকে পড়েন তিনি

3/5

লকডাউনের জেরে সানা যখন দেশে ফিরতে পারেছেন না, সেই সময় মৃত্যু হয় তাঁর বাবা আব্দুল আহাদ সইদের। বাবার শেষ যাত্রায় হাজির হতে পারেননি সানা। ভিডিয়ো কলের মাধ্যমে দেখেছেন। ছটপট করলেও, কোনওভাবেই দেশে ফেরার অনুমতি পাননি তিনি

4/5

ফলে বাবার শেষ যাত্রায় যেমন হাজির হতে পারেননি, তাঁকে শেষ দেখা দেখতে পননি, তেমনি মা এবং দুই দিদি কী করছেন, তা নিয়েও চিন্তায় পড়ে যান

5/5

কঠিন ওই সময়ে মা এবং দুই দিদি ছাড়া অন্য কারও ফোন রিসিভ করেননি।তাঁর মনের যে কী অবস্থা তিনি বোঝাতে পারবেন না একটি সংবাদমাধ্যমের সাক্ষাতকারে জানান সানা সইদ





Read More