Coup in Bangladesh against Yunus government: সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের নেতৃত্বে জরুরি ভিত্তিতে বৈঠক! বৈঠকে উপস্থিত ছিলেন...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশে সেনা অভ্যুত্থান আসন্ন? ঘটনাপ্রবাহ যেন সেইদিকেই ইঙ্গিত দিচ্ছে। পদ্মাপাড়ের আকাশে ফের অশান্তির কালো মেঘ!
সংরক্ষণ কোটা নিয়ে ছাত্র বিক্ষোভের জেরে উদ্ভূত পরিস্থিতিতে গত বছর অগাস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পরই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন নোবেল শান্তি প্রাপক মুহাম্মদ ইউনূস।
কিন্তু গত এক বছরেও বাংলাদেশে অশান্তি কমার কোনও নাম নেয়নি। বরং অভিযোগ, সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়েছে। পদ্মাপাড়ে মাথাচাড়া দিয়েছে মৌলবাদ।
এহেন যখন পরিস্থিতি, তখন জানা যাচ্ছে, সোমবার জরুরি বৈঠক করে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের নেতৃত্বে বৈঠকে বসে সেনাবাহিনী। বাংলাদেশে জাতীয় ঐক্যের সরকার গঠনের পরিকল্পনা করছে সেনাবাহিনী!
সূত্রের খবর, খুব শিগগিরই বাংলাদেশের ক্ষমতা দখল করতে পারে সেনাবাহিনী। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসকে অপসারণ করে ক্ষমতা গ্রহণ করতে পারে সেনাবাহিনী।