PHOTOS

COVID-19 Updates: হু হু করে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা, চার ভ্যারিয়্যান্টের তাণ্ডব! মৃতের সংখ্যা...

COVID-19 in India: ইতোমধ্যেই দেশে ১০০০-র বেশি কোভিড আক্রান্তের সংখ্যা, মৃত ৯।  ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) কোভিডের নতুন ভ্যারিয়ান্ট ছড়িয়ে পড়ার খবর নিশ্চিত করেছে।

 

Advertisement
1/7

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের চোখ রাঙাচ্ছে মারণ ভাইরাস, কোভিড-১৯। ২০১৯ সালের সেই ভয়াবহতা, মৃত্যু, লকডাউনের ঘা এখনও দগদগে। সেই স্মৃতিকে ফের উসকে দিল ২০২৫। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) কোভিডের নতুন ৪ ভ্যারিয়ান্ট ছড়িয়ে পড়ার খবর নিশ্চিত করেছে। চারটি ওমিক্রন সাবভেরিয়েন্ট - LF.7, XFG, JN.1 এবং NB. 1.8.1 - পাওয়া গিয়েছে।

 

2/7

জানা গিয়েছে, ভারতে মোট আক্রান্তের সংখ্যা ১০০০ পেরিয়েছে। দেশের মধ্যে কোভিডে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি কেরালায়। সেখানে ৪৩০ জন আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে।

3/7

অন্যদিকে, রাজস্থান, মহারাষ্ট্র, বাংলা এবং কর্ণাটকে মোট ৯ জন রোগীর মৃত্যু হয়েছে। যদিও তাদের অনেকের অন্যান্য গুরুতর রোগও ছিল।

4/7

তবে সবচেয়ে স্বস্তির বিষয় হল, আন্দামান ও নিকোবর, অরুণাচল প্রদেশ, আসাম, হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীরের মতো অনেক রাজ্যে বর্তমানে কোনও সক্রিয় COVID-19 কেস নেই। 

5/7

এর পাশাপাশি রাজধানীতে প্রায় তিন বছরে প্রথমবারের মতো একদিনে সর্বাধিক কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ড্যাশবোর্ড অনুযায়ী, বর্তমানে দিল্লিতে ১০৪ জন সক্রিয় রোগী আছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সব রোগী স্থিতিশীল এবং তারা বাড়িতে থেকেই সুস্থ হচ্ছেন।

6/7

কোভিডের নতুন এই ভ্যারিয়ান্ট JN1 COVID-19। 'এটি একটি মাইল্ড ভ্যারিয়েন্ট, তা ছড়িয়ে পড়তে পারে, কিন্তু ব্যাপক ভাবে নয়—এবং এটি গুরুতর অসুস্থতার কারণ নয়।'

7/7

আরও জানা গিয়েছে, এই ভ্যারিয়ান্টটি নতুন নয়। এটি গতবছরও ছিল। ২০২৪ সালের ডিসেম্বরে আমরা যে উচ্চ-গ্রেডের ফ্লু সংক্রমণ দেখেছি তা আসলে কোভিডই ছিল, কিন্তু আমরা এটি নিশ্চিত করিনি। সৌভাগ্যক্রমে বেশিরভাগেরই OPD-তে সুরাহা হয়েছিল।





Read More