PHOTOS

সরকারি খামার থেকে চুরি গেল লক্ষাধিক টাকার গোবর

Advertisement
1/4
গোবর চুরি
গোবর চুরি

অবিশ্বাস্য হলেও সত্যি। গোবর চুরির এমনই ঘটনা ঘটেছে কর্নাটকের বিরুর জেলার সরকারি খামারে।

2/4
গোবর চুরি
গোবর চুরি

পুলিসের কাছে এ নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে কর্নাটকের প্রাণীপালন দফতরের পক্ষ থেকে। অভিযোগে জানানো হয়েছে, যে পরিমাণ গোবর চুরি হয়েছে, তার বাজারমূল্য প্রায় ১ লক্ষ ২৫ হাজার টাকা।

3/4
গোবর চুরি
গোবর চুরি

অভিযোগ, ৩৫ থেকে ৪০টি ট্রাক্টরে চাপিয়ে ওই গোবরগুলি চুরি করে নিয়ে যাওয়া হয়।

4/4
গোবর চুরি
গোবর চুরি

কর্নাটক পুলিস সূত্রে জানা গিয়েছে, পরে গ্রেফতার করা হয় ওই রাজ্যের প্রাণীপালন দফতরের এক আধিকারিককে। এই ঘটনায় তাঁর যোগ রয়েছে বলে অনুমান। এই ঘটনায় আরও একজনের নাম মিলেছে বলে জানা গিয়েছে।





Read More