Priya Saroj | Rinku Singh: ২০২৪ সালের প্রিয়ার নির্বাচনী হলফনামা অনুযায়ী, তাঁর নিজস্ব কোনও বাড়ি নেই। নিজের নামে কোনও গাড়িও নেই। মাত্র ৫ গ্রাম সোনার গয়না রয়েছে প্রিয়ার কাছে।
একজন ক্রিকেটার, অন্য জন উত্তরপ্রদেশের বাঘা রাজনৈতিক পরিবারের সদস্য।
এবার তাঁদের বিয়ের সম্বন্ধ নিয়েই শোরগোল পড়েছে। কথা হচ্ছে সমাজবাদী পার্টির মছলিশহর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে এনগেজমেন্ট হতে চলেছে রিঙ্কু সিংহের।
দ্রুত এক হতে পারে তাঁদের চার হাত। জল্পনা তৈরি হয়েছে তাঁদের বিয়েরও।
কিন্তু রিঙ্কু এবং প্রিয়া প্রেম করছেন না। পরিস্কার জানিয়ে দিয়েছেন প্রিয়ার বাবা। কেবল রিঙ্কুর পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব পেয়েছেন তাঁরা।
প্রিয়া ২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপির প্রার্থীকে ৩৫ হাজার ৮৫০ ভোটে হারান।
দেশের দ্বিতীয় কনিষ্ঠতম সাংসদ হিসাবে সংসদে প্রবেশ করেন প্রিয়া। সেই সময় তাঁর বয়স ছিল ২৫। পেশায় আইনজীবী প্রিয়ার পরিবার বারাণসীরই বাসিন্দা। যদিও তাঁর পড়াশোনা দিল্লিতে।