PHOTOS

Cristiano Ronaldo Private Jet: বান্ধবীর সঙ্গে প্রাইভেট জেটে রিয়াধে রোনাল্ডো, বিলাসি সফরের তাক লাগানো ছবি...

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তাঁর ব্যক্তিগত জেটে রিয়াধে উড়ে যান।

Advertisement
1/5
২০৭ কোটি টাকা দাম
২০৭ কোটি টাকা দাম

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রাইভেট জেটের দাম প্রায় ২০৭ কোটি টাকা। এই জেটটি তিনি গত বছর বিক্রি করতে চেয়েছিলেন কারণ তিনি এর মধ্যে জায়গার অভাব বোধ করছিলেন। 

2/5
সুসজ্জিত জেট
সুসজ্জিত জেট

বৈদ্যুতিক ওভেনের পাশাপাশি বিমানে রয়েছে রেফ্রিজারেটর, স্যাটেলাইট ফোন, বিনোদন ব্যবস্থা, ফ্যাক্স মেশিন এবং মাইক্রোওয়েভ। এই সবই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো,তাঁর সঙ্গী জর্জিনা রড্রিগেজ এবং তার সন্তানদের বিমানে থাকাকালীন সাহায্য করে।

3/5
এই জেটেই রিয়াধ গেলেন রোনাল্ডো
এই জেটেই রিয়াধ গেলেন রোনাল্ডো

পর্তুগালের ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তাঁর সঙ্গী জর্জিনা রড্রিগেজের সঙ্গে তাঁর ব্যক্তিগত জেটে সৌদি আরবের রিয়াধ যাওয়ার পরে তাঁকে আল নাসর ফুটবল ক্লাবের দর্শকদের সামনে নিয়ে আসা হয়।

4/5
১০ আসন এই জেটে
১০ আসন এই জেটে

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সুপার-মিডসাইজ ক্লাস জেটটির প্রস্থ ২.১৯ মিটার এবং ৭.৪৪ মিটার দৈর্ঘ্য। এখানে ১০ জন যাত্রী বসতে পারেন। এখানে তিনটি ডিভান আসন, তিনটি বিছানা এবং অবশ্যই একটি শৌচাগার রয়েছে।

5/5
আছে একটি ডবল বেড
আছে একটি ডবল বেড

জর্জিনা রড্রিগেজ কিছু ছবি পোস্ট করেছেন যেখানে বিমানের অভ্যন্তর এবং একটি ডাবল বেড দেখা গিয়েছে।





Read More