PHOTOS

7.8 Crore Gold Coins | Delhi Airport: ৭.৮ কোটির রাশি রাশি সোনার কয়েন! ওজন করতে হল ২ বারে! উদ্ধার বিমানবন্দরে...

7.8 Crore Gold Coins:  ব্যাগেজ স্ক্যানে ধরা না পড়লেও, ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর-এ ধরা পড়ে লুকানো সোনা!

 

Advertisement
1/5
৭.৮ কোটির সোনার কয়েন!
৭.৮ কোটির সোনার কয়েন!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাশি রাশি সোনার কয়েন! গুনে শেষ করা যাবে না! একবারে সব ওজনও করা যাচ্ছে না!দেখলে চোখ ছানাবড়া হওয়ার জোগাড়! 

 

2/5
৭.৮ কোটির সোনার কয়েন!
৭.৮ কোটির সোনার কয়েন!

দিল্লি বিমানবন্দরে ধরা পড়ল এমনই রাশি রাশি সোনার কয়েন। ফ্লাইট AI-138-এ মিলান থেকে আসা ৪৫ ও ৪৩ বছর বয়সী ২ বিমানযাত্রীর কাছ থেকে এই বিপুল পরিমাণ সোনার কয়েন বাজেয়াপ্ত করা হয়েছে।

 

3/5
৭.৮ কোটির সোনার কয়েন!
৭.৮ কোটির সোনার কয়েন!

ধৃত ২ ব্যক্তি-ই কাশ্মীরী বলে জানা গিয়েছে। বাজেয়াপ্ত করেছে শুল্ক দফতরের এয়ার ইনটেলিজেন্স ইউনিট। বাজেয়াপ্ত সোনা ওজনে ১০.০৯২ কিলোগ্রাম।

 

4/5
৭.৮ কোটির সোনার কয়েন!
৭.৮ কোটির সোনার কয়েন!

কাস্টমসের এক কর্মকর্তা জানিয়েছেন, "সন্দেহজনক আচরণের জন্য তাদের গ্রিন চ্যানেলে আটক করা হয়। প্রাথমিক ব্যাগেজ স্ক্যানে অস্বাভাবিক কিছু ধরা পড়েনি। কিন্তু ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর (DFMD)-এর মাধ্যমে দেহ পরীক্ষায় লুকানো সোনা উদ্ধার করা হয়।"

 

5/5
৭.৮ কোটির সোনার কয়েন!
৭.৮ কোটির সোনার কয়েন!

বাজেয়াপ্ত সোনার আনুমানিক মূল্য প্রায় ৭.৮ কোটি টাকা। মনে করা হচ্ছে পাচার বা চালানের জন্যই নিয়ে যাওয়া হচ্ছিল কোটি কোটি টাকার এই বিপুল সোনা। 





Read More