PHOTOS

Bhitarkanika | Dana Cyclone Update: ভিতরকণিকায় 'ডানা'র আছড়ে পড়াটা অভিশাপের বদলে আশীর্বাদ? মিলছে আশ্চর্য ব্যাখ্যা...

Dana Landfall in Bhitarkanika: এখন উদ্বেগটা আর পশ্চিমবঙ্গকে ঘিরে ততটা নেই। কেননা, মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে ডানার ধামরাতেই ল্যান্ডফল, ডানা দুরন্তগতিতে বয়ে যাবে ভিতরকণিকা দিয়ে।

Advertisement
1/6
শঙ্কিত ওড়িশা
শঙ্কিত ওড়িশা

কী হবে ঝড় যদি সম্পূর্ণ শক্তিতে ওডিশার উপর দিয়ে বয়ে যায়? শঙ্কিত ওড়িশা নানা রকম ব্যবস্থা নিয়েছে, নিচ্ছে।

2/6
ভিতরকণিকা
ভিতরকণিকা

এদিকে একদল আলাদা করে ভিতরকণিকা নিয়ে খুব উদ্বিগ্ন। 

3/6
ওড়িশার 'সুন্দরবন'
ওড়িশার 'সুন্দরবন'

স্বাভাবিক, কেননা ভিতরকণিকা ওড়িশার 'সুন্দরবন'। ম্যানগ্রোভে পরিপূর্ণ একটি অরণ্যাঞ্চল। 

4/6
কুমির প্রকল্প
কুমির প্রকল্প

এখানকার কুমির প্রকল্প সারা দেশের গর্ব। ডানা যদি তছনছ করে দেয় ভিতরকণিকা, কী হবে তার?

5/6
অভিশাপ না আশীর্বাদ?
অভিশাপ না আশীর্বাদ?

পরিবেশবিজ্ঞানী এবং আবহাওয়াবিদের অবশ্য এখন সম্পূর্ণ ভিন্ন মত। ভিতরকণিকায় ডানার আছড়ে পড়াটাকে তাঁরা অভিশাপ না বলে আশীর্বাদ বলে উল্লেখ করেছেন। কেন?

6/6
ম্যানগ্রোভের পাঁচিল
ম্যানগ্রোভের পাঁচিল

এক্সপার্টেরা বলছেন, যে কোনও ম্যানগ্রোভ অঞ্চল ন্যাচারাল বেরিয়ারের মতো কাজ করে, হাওয়ার উল্টোদিকে তা অনেকটা যেন ঢালের মতো কাজ করে, সুরক্ষা দেয় তার পশ্চাদবর্তী অঞ্চলকে। ফলে, ডানা ওডিশার অন্যত্র আছড়ে পড়লে ওডিশার যে-ক্ষতিটা হত, ভিতরকণিকায় সেই ক্ষতিটা হবে না। ভিতরকণিকার অরণ্য রুখে দেবে ডানার ঝাপট। সেই হিসেবে তা আশীর্বাদই তো!





Read More