PHOTOS

Cyclone Remal Updates | Bengal Weather Update: ওডিশা, বাংলাদেশ, সুন্দরবন! ভয়ংকর ভাবে তছনছ হতে চলেছে দৈত্য 'রিমেল'র বন্য গতিতে?

Cyclone Remal Updates: শনিবার অতি গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে বলে অনুমান আবহাওয়াবিদদের। তবে দিল্লির মৌসম ভবন বা আলিপুর আবহাওয়া দফতর এখনও রিমেলের ফর্মেশন বা ল্যান্ডফল সম্পর্কে কোনও অফিসিয়াল বিবৃতি দেয়নি।

Advertisement
1/6
রবিবার ল্যান্ডফল
রবিবার ল্যান্ডফল

বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক আবহাওয়া গবেষণা মডিউল দাবি করছে, রবিবার ল্যান্ডফল করতে পারে 'রিমেল'। 

2/6
অভিমুখ পরিবর্তন
অভিমুখ পরিবর্তন

শনিবার ঘূর্ণিঝড় তৈরির পর প্রাথমিক ভাবে এর অভিমুখ মায়ানমার সাগর অর্থাৎ বাংলাদেশের খেপুপাড়া বা কক্সবাজারের দিকে থাকলেও পরবর্তী সময় এটি অভিমুখ পরিবর্তন করবে। 

3/6
ওড়িশা উপকূলে
ওড়িশা উপকূলে

এরপর এটি ওড়িশা উপকূলের দিকে এগোতে পারে। 

4/6
সুন্দরবনে
সুন্দরবনে

ওড়িশা থেকে বাংলাদেশের সুন্দরবন এলাকার মধ্যে যে কোনো একটি উপকূলে এটির সম্ভাব্য ল্যান্ডফল হতে পারে।

5/6
ঘণ্টাপাঁচেক আগে
ঘণ্টাপাঁচেক আগে

নির্দিষ্ট করে কোথায় ল্যান্ডফল, তা নিয়ে আপডেট ঘণ্টাপাঁচেক আগে পাওয়া যাবে। 

6/6
মাঝারি শক্তির ঘূর্ণি
মাঝারি শক্তির ঘূর্ণি

খুব শক্তিশালী ঘূর্ণিঝড় সম্ভবত হচ্ছে না রিমেল। মাঝারি শক্তির ঘূর্ণিঝড়ের ইঙ্গিত এখনও পর্যন্ত বেশি।





Read More