PHOTOS

Cyclone Shakti: বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ... বৃহস্পতিবারই...

Cyclone Shakti Update: মেঘলা আকাশ মাঝে মধ্যেই নেমে আসছে বৃষ্টি। এই বৃষ্টি এখনও পিছু ছাড়ছে না। আগামী বৃহস্পতি ও শুক্রবার উত্তর ও দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় প্রবল বৃষ্টি বা অতিবৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে।

 

Advertisement
1/8
সাইক্লোন শক্তি
সাইক্লোন শক্তি

অয়ন ঘোষাল: নিম্নচাপ শক্তি বৃদ্ধি করছে। বঙ্গোপসাগরের সুষ্পষ্ট নিম্নচাপ বৃহস্পতিবার সকালে গভীর নিম্নচাপে পরিণত হবে। প্রাথমিকভাবে এটি উত্তর অভিমুখে অত্যন্ত ধীর গতিতে এগোচ্ছে। অর্থাৎ সমুদ্র পৃষ্ঠে জলীয় বাষ্প থেকে শক্তি সঞ্চয় করছে। 

 

2/8
সাইক্লোন শক্তি
সাইক্লোন শক্তি

বঙ্গোপসাগরের নিম্নচাপ ওড়িশা উপকূলের কাছে অবস্থান করছে। এটি ভদ্রক এবং বালাসোরের দিকে সামান্য হেলে রয়েছে। এর প্রভাবে শুক্র/ শনিবার পর্যন্ত রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা। ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোনও কোনও এলাকায় চরম বৃষ্টিপাতের সতর্কতা। 

 

3/8
সাইক্লোন শক্তি
সাইক্লোন শক্তি

সমুদ্র উত্তাল হবে।মৎস্যজীবীদের সতর্কবার্তা। উত্তর বঙ্গোপসাগর আজ বিকেল থেকে উত্তাল হবে। ৩৫ থেকে ৪৫ কিলোমিটার এবং সর্বোচ্চ ৫৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে সমুদ্রে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আজ সকাল থেকে। বাংলা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে শনিবার পর্যন্ত। যারা গভীর সমুদ্রে রয়েছেন, তাদের অবিলম্বে উপকূলে ফিরে আসার পরামর্শ আবহাওয়া দফতরের।

 

4/8
সাইক্লোন শক্তি
সাইক্লোন শক্তি

আজ বুধবার ভারী বৃষ্টির আশঙ্কা উপকূলের জেলায়। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে।

 

5/8
সাইক্লোন শক্তি
সাইক্লোন শক্তি

বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা সাত জেলায়। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া দক্ষিণ ২৪ পরগনা ও হুগলি জেলায়। এর সঙ্গে ৪০/৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে ভারী বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।

 

6/8
সাইক্লোন শক্তি
সাইক্লোন শক্তি

পরশু শুক্রবার অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের দশ জেলাতে। প্রবল বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলি জেলাতে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা। কলকাতা সহ বাকি জেলাতে ৭০ থেকে ১১০ মিলিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির সতর্কতা। এর সঙ্গে ৪০/৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। 

 

7/8
সাইক্লোন শক্তি
সাইক্লোন শক্তি

 শনিবারেও ভারী বৃষ্টির সতর্কতা বীরভূম মুর্শিদাবাদ জেলাতে। উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে ফের সর্তকতা ভারী থেকে অতি ভারী বৃষ্টির। প্রবল বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারের দু এক জায়গায়। বিক্ষিপ্তভাবে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা। 

8/8
সাইক্লোন শক্তি
সাইক্লোন শক্তি

শুক্রবার প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে। ২০০ মিলিমিটার এর বেশি বৃষ্টিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া দার্জিলিং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। অতি ভারী বৃষ্টির সতর্কতা কালিম্পং কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। বিক্ষিপ্তভাবে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। বাকি জেলাতে ১০০ মিলিমিটারের  ভারী বৃষ্টির সম্ভাবনা। 

 





Read More