Cyclone Shakti LandFall: মে মাসেই ঘূর্ণিঝড়! কোন সাগরে শক্তি? মে মাসের শেষে ঘূর্ণিঝড়ের আশঙ্কা তৈরি হচ্ছে। বঙ্গোপসাগরে মে মাসের শেষ সপ্তাহে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে।
অয়ন ঘোষাল: নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে আরব সাগরে। আগামী মঙ্গলবার বঙ্গোপসাগরেও তৈরি হবে নিম্নচাপ। শক্তিশালী হয়ে কোন নিম্নচাপ আগে ঘূর্ণিঝড়ে পরিণত হবে? নজর এখন সেদিকেই আবহাওয়াবিদদের।
মে মাস শেষ হতেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা তৈরি হচ্ছে। ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আগে তৈরি হচ্ছে আরব সাগরে। ইতিমধ্যেই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। যদিও ভারতের মৌসম ভবন আরব সাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথা এখনও জানায়নি।
ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘শক্তি’। এই নাম দিয়েছে শ্রীলঙ্কা। যার অর্থ ‘পাওয়ার’ বা ‘ক্ষমতা’। মে মাসের শেষের দিকে ঘূর্ণিঝড় হওয়ার প্রবণতা থাকে আরব সাগরের মতো বঙ্গোপসাগরেও।
বঙ্গোপসাগরে মে মাসের শেষ সপ্তাহে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে। ভারতের মৌসম ভবন পূর্বাভাসে জানিয়েছে আগামী ২৭ মে মঙ্গলবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তবে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা জানায়নি ভারতের আবহাওয়া দফতর।
বিশ্বের বিভিন্ন মডেল জানাচ্ছে এই সিস্টেম ক্রমশ মধ্য ও উত্তর বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসবে। এখনও পর্যন্ত আবহাওয়া বিজ্ঞানীরা যা অনুমান করছেন, এই সিস্টেমটি অতি দ্রুত স্থলভাগের দিকে এগিয়ে আসতে পারে ৷ তাই গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হলেও তার শক্তি অনেকটাই কম থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
বিশ্বের বিভিন্ন মডেলের অনুমান অনুযায়ী এটি মে মাসের শেষ দিকে ২৯ মে থেকে ৩০ মে-র মধ্যে এটি স্থলভাগে প্রবেশ করতে পারে। এখনও পর্যন্ত যা অভিমুখ বিশ্বের বিভিন্ন আবহাওয়া মডেল দেখাচ্ছে তাতে ঝড়ের বাংলাদেশে স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনাই বেশি।