Cyclone Tam Updates: ২০১৭ সালের পরে এরকম ঝড় আসেনি। মানে, প্রায় এক দশকের কাছাকাছি সময় জুড়ে এরকম ঝড় আছড়ে পড়েনি এখানে।
উত্তরের দ্বীপাঞ্চলে আছড়ে পড়া এই ঝড়টিকে এক্স-ট্রপিক্যাল সাইক্লোন বলা হচ্ছে। এতে হাওয়ার গতি ১৫০ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত হয়েছে! সঙ্গে বিপুল বৃষ্টি।
আর ঢেউ কতটা উঠছে? নর্থ আইল্যান্ডের সন্নিহিত সমুদ্রে একটা বয়ার লাফিয়ে ওঠার তথ্য সংগ্রহ করা গিয়েছে। তাতে দেখা গিয়েছে, সেটি অন্তত ১২ মিটার উপরে উঠেছে! ভয়ংকর!
প্রায় ২৪ হাজার বাড়ি বিদ্যুৎহীন। বিস্তীর্ণ এলাকায় গাছ পড়ে রয়েছে।
দ্বীপাঞ্চলরে একটি নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে, ঘটিয়েছে বন্যাও।
ফেরি বন্ধ। অনেকগুলি ডোমেস্টিক ফ্লাইটের উড়ান হয় বিলম্বিত, অনেকগুলিই বন্ধ। ব্রিজে গাছ পড়ে স্টেট হাইওয়েও বন্ধ।
কোথায় ঘটেছে এই ঝড়? নিউ জিল্যান্ডের নর্থ আইল্যান্ডে আছড়ে পড়েছে এই ঝড়। সেখানেই সেটি এই তাণ্ডব চালাচ্ছে। এবং সেখানেই এত বিপর্যয়।