PHOTOS

Deadly Cyclone Updates: ঝড়, না, মহাপ্রলয়? বিমান বাতিল, ফেরি বন্ধ, জলের তলায় রাস্তা, বিদ্যুৎহীন এলাকা ডুবে ঘন অন্ধকারে...

Cyclone Tam Updates: ২০১৭ সালের পরে এরকম ঝড় আসেনি। মানে, প্রায় এক দশকের কাছাকাছি সময় জুড়ে এরকম ঝড় আছড়ে পড়েনি এখানে।

Advertisement
1/6
১৫০ কিমি প্রতি ঘণ্টা
১৫০ কিমি প্রতি ঘণ্টা

উত্তরের দ্বীপাঞ্চলে আছড়ে পড়া এই ঝড়টিকে এক্স-ট্রপিক্যাল সাইক্লোন বলা হচ্ছে। এতে হাওয়ার গতি ১৫০ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত হয়েছে! সঙ্গে বিপুল বৃষ্টি। 

2/6
ঢেউ কতটা?
ঢেউ কতটা?

আর ঢেউ কতটা উঠছে? নর্থ আইল্যান্ডের সন্নিহিত সমুদ্রে একটা বয়ার লাফিয়ে ওঠার তথ্য সংগ্রহ করা গিয়েছে। তাতে দেখা গিয়েছে, সেটি অন্তত ১২ মিটার উপরে উঠেছে! ভয়ংকর!

3/6
অন্ধকার
অন্ধকার

প্রায় ২৪ হাজার বাড়ি বিদ্যুৎহীন। বিস্তীর্ণ এলাকায় গাছ পড়ে রয়েছে।

4/6
প্লাবন
প্লাবন

দ্বীপাঞ্চলরে একটি নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে, ঘটিয়েছে বন্যাও। 

5/6
বন্ধ চলাচল
বন্ধ চলাচল

ফেরি বন্ধ। অনেকগুলি ডোমেস্টিক ফ্লাইটের উড়ান হয় বিলম্বিত, অনেকগুলিই বন্ধ। ব্রিজে গাছ পড়ে স্টেট হাইওয়েও বন্ধ।

6/6
নিউ জিল্যান্ডে
নিউ জিল্যান্ডে

কোথায় ঘটেছে এই ঝড়? নিউ জিল্যান্ডের নর্থ আইল্যান্ডে আছড়ে পড়েছে এই ঝড়। সেখানেই সেটি এই তাণ্ডব চালাচ্ছে। এবং সেখানেই এত বিপর্যয়। 





Read More