ঋতু বদলের সঙ্গে সঙ্গে আবহাওয়ার বদল হচ্ছে। আর এর মধ্য়েই বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেল একটি ঘূর্ণাবর্ত। তার জেরে অসম ও সন্নিহিত রাজ্যগুলিতে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। এমনটাই জানাচ্ছে দিল্লির মৌসম ভবন।
মৌসম ভবনের মতে নাগাল্যান্ডের উপরে একটি লো প্রেসার এলাকা তৈরি হয়েছে। এর জেরে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে আগামী ২১ ফেব্রুায়ারি পর্যন্ত ভারী বৃষ্টি ও তুষারপাত হতে পারে।
দেশের বিভিন্ন রাজ্যে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। এর জেরে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে বজ্র বিদ্যুত্ সহ বৃষ্টি হতে পারে। আগামী ১৯ ফেব্রুয়ারি অসম ও মেঘালয়ে প্রবল বর্ষণ হতে পারে।
হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে অরুণাচল, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, বাংলার তরাই অঞ্চল ও সিকিমে।
মৌসম ভবনের তরফে বলা হয়েছে অন্য একটি ঘূর্ণাবর্তের প্রভাবে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে হালকা বৃষ্টি ও তুষারপাত হতে পারে। আগামী ২ দিন রাজস্থানে প্রবল বৃষ্টি হতে পারে।