এপ্রিলের শুরুতেই চামড়া পোড়া গরম পড়ে গিয়েছে। সোমবার থেকে আবহাওয়া বদলে যাবে বলে বলছে আবহাওয়া দফতর। বৃষ্টি হবে জেলায় জেলায়। তবে তার থেকেও বড় খবর হল এই এপ্রিলেই হতে পারে প্রবল শিলাবৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়।
বাংলাদেশের আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এই এপ্রিলেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ২টি নিম্নচাপ। এর মধ্যে একটি নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। অন্যটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে এনিয়ে নিশ্চিত করে এখনই বলা যাচ্ছে না।
বাংলাদেশের আবহাওয়া দফতরের দাবি, এপ্রিলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সাত দিন। একাধিক কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। হতে পারে শিলাবৃষ্টিও।
এদিকে মৌসম ভবনের তরফে জানানো হয়েছে এপ্রিলে স্বাভাবিক বৃষ্টিই হবে রাজ্যে। তবে উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কম হবে। বাংলাদেশ যে ঘূর্ণিঝড়ের কথা বলছে তার প্রভাব ভারতে পড়বে কিনা তার কিছু বলতে পারেনি মৌসম ভবন।
এদিকে, কলকাতায় আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, সোমবার থেকে বুধবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০-৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। উত্তরবঙ্গে রবিবার সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলার কিছু অংশে। সঙ্গে বইবে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস।