PHOTOS

DA Protest: অবস্থানের ২০০ দিন, রাজ্য জুড়ে 'কালা দিবস'

Advertisement
1/5
কালা দিবস
কালা দিবস

অয়ন ঘোষাল: অবস্থানের ২০০ তম দিন। সোমবার কাকদ্বীপ থেকে কোচবিহার কালা দিবস পালন করছে সংগ্রামী যৌথ মঞ্চ

2/5
২৩ অগস্ট কর্মবিরতি
২৩ অগস্ট কর্মবিরতি

২৩ অগস্ট কর্মবিরতি নিয়ে বিধানসভা অভিযান। তার আগে আর নতুন করে কর্মবিরতি বা কাজ বন্ধ রেখে কোনও কর্মসূচি নয়।

3/5
কালো ব্যাজ পরে কাজ
কালো ব্যাজ পরে কাজ

অফিস, স্কুল, কলেজ, আদালতে হাজিরা দিয়ে বুকে ধিক্কার ব্যাজ পরে আজ কাজ করবেন যৌথ মঞ্চের সদস্যরা।

 

4/5
নতুন স্লোগান
নতুন স্লোগান

অবস্থানের ২০০ পার, তবু সরকার নির্বিকার

 

5/5
পুলিসের অনুমতি নেই মিছিলের
পুলিসের অনুমতি নেই মিছিলের

এই স্লোগান দিয়েই ২০০ তম দিনের আন্দোলনের কর্মসূচি পালন করছে সংগ্রামী যৌথ মঞ্চ। ২৩ অগস্ট বেলা ১২টায় সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত। সেখান থেকে বড় মিছিল করে বিধানসভা যাওয়ার চেষ্টা হবে। পুলিসের অনুমতি এখনও পর্যন্ত নেই। অনুমতি না পেলে আদালতের দ্বারস্থ হওয়ার ইঙ্গিত দিয়েছে যৌথ মঞ্চ। 





Read More