নিজস্ব প্রতিবেদন: উত্তম পরবর্তী সময়ে টলিউডে রাজ করেছেন অভিনেতা রঞ্জিত মল্লিক। একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন দর্শককে। বাবার পথই অনুসরণ করেছেন তাঁর কন্যা কোয়েল মল্লিক।
জিতের বিপরীতে টলিউডে ডেবিউ করেছিলেন কোয়েল। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি নায়িকাকে। জিত, দেবের সঙ্গে জুটি বেঁধে রাজ করেছেন টলিউডে। নিজের দক্ষতার জোরেই জায়গা করে নিয়েছেন দর্শকমনে।
টলিউডের একসময়ের সেনসেশন মুনমুন সেনের পথ অনুসরণ করেই সিনে জগতে পা রেখেছেন তাঁর দুই কন্যা রাইমা সেন ও রিয়া সেন।
বাংলা ছবির জগতে অন্যধারার ছবিতে নিজের জায়গা পাকা করে ফেলছেন রাইমা সেন। ঋতুপর্ণ সেনগুপ্ত থেকে শুরু করে সৃজিত মুখোপাধ্যায়, টলিউডের প্রথম সারিদের পরিচালকদের পছন্দের অভিনেতা রাইমা।
রাইমা যেমন রাজ করছেন টলিউডে সেরকম রিয়ার আবার লক্ষ্য বলিউড। স্টাইল ছবিতে তিনি নজর কেড়েছিলেন দর্শকদের। এছাড়াও বলিউডে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি। পর্দায় রিয়ার যৌন আবেদনেই কাবু দর্শক।
পরিচালক শতরূপা সান্যালের দুই কন্যা ঋতাভরী চক্রবর্তী ও চিত্রাঙ্গদা শতরূপা, টলিউডের দুই প্রতিষ্ঠিত অভিনেত্রী।
ছোটপর্দায় 'ওগো বধূ সুন্দরী' ধারাবাহিকে ডেবিউ করেছিলেন ঋতাভরী চক্রবর্তী। এরপর বেশ কয়েকটি ছবিতে অভিনয় করছেন তিনি। গত বছর তাঁর ছবি 'ব্রহ্মা জানেন গোপন কম্মোটি' নজর কেড়েছিল দর্শকের।
প্রতীম ডি গুপ্তার 'আহারে মন' ছবিতে নজর কেড়েছিলেন চিত্রাঙ্গদা শতরূপা। নিজের অভিনয়ের জোরেই ধীরে ধীরে টলিউডে জায়গা করে নিচ্ছেন অভিনেতা।
নতুন প্রজন্মের উঠতি নায়িকাদের মধ্যে অন্যতম নাম পরিচালক অশোক বিশ্বনাথনের কন্যা অনুষা বিশ্বনাথন।
জেনেরেশন আমি, গোয়েন্দা জুনিয়র সহ বেশ কয়েকটি ছবিতে নজর কেড়েছেন অনুষা। পাশাপাশি ফটোশুটেও নজরকাড়া অভিনেতা।
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রানী দত্তের মেয়ে মায়ের পথই অনুসরণ করেছেন। একের পর এক ছবি, ওয়েব সিরিজে দর্শক মনে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছেন ইন্দ্রানী কন্যা রাজনন্দিনী।
উড়নচন্ডী ছবি দিয়ে টলিউডে ডেবিউ করেন রাজনন্দিনী পাল। এরপর এক যে ছিল রাজা ছবিতে নজর কাড়েন অভিনেতা।
মায়ের সঙ্গেই একটি ছবিতে অভিনয় করেছিলেন অন্বেষা। বোঝাই যাচ্ছে আগামী দিনে মায়ের পথেই হাঁটতে চলেছেন তিনি।