PHOTOS

David Warner in Cinema: ভারতে মজে বিদেশের স্টার ক্রিকেটার, সিনেমায় নেমেই কয়েক মিনিটে ১ কোটি...

David Warner Debut in films: বাইশ গজে ধুন্ধুমার অস্ট্রেলিয়া ও ভারতের। তারই মাঝে অজি তারকার বড় আপডেট। তবে ক্রিকেটে নয়, এবার ভারতীয় ছবিতে ডেবিউ করতে চলেছেন তিনি। কয়েক মিনিটের জন্য তাঁর পারিশ্রমিক নাকি ১ কোটি। 

Advertisement
1/9
সিনেমায় ওয়ার্নার
সিনেমায় ওয়ার্নার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাতে রিভলবার। পরনে সাদা ট্রাউজার্স এবং প্রিন্টেড ফুলশার্ট। সঙ্গে চোখে সানগ্লাস—সম্প্রতি এমন লুকেই দেখা গেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট তারকা ডেভিড ওয়ার্নারকে।   

 

2/9
সিনেমায় ওয়ার্নার
সিনেমায় ওয়ার্নার

সিনেমার প্রতি বরাবরই খুব আগ্রহ অজি তারকার। তাঁর ইনস্টাগ্রামে ঢুঁ মারলে দেখা যায় প্রচুর রিলস।

 

3/9
সিনেমায় ওয়ার্নার
সিনেমায় ওয়ার্নার

বেশ কয়েকটি এমন রিলস রয়েছে, যা প্রমাণ করে তাঁর তেলুগু, তামিলের বহু সিনেমার প্রতি একটা ঝোঁক রয়েছে। তাই তিনি সেসব সিনেমার টুকরা অংশ শেয়ার করেন নেটদুনিয়ায়। 

 

4/9
সিনেমায় ওয়ার্নার
সিনেমায় ওয়ার্নার

ওয়ার্নারের শেয়ার করা বিভিন্ন রিলসের মধ্যে ভাইরাল হয়েছিল তেলুগু সুপারস্টার অল্লু অর্জুনের ‘পুষ্পা’ সিনেমার নানা ক্লিপিংস।সেখানে অল্লুর জায়গায় নিজের মুখ বসিয়েছিলেন ওয়ার্নার। কখনো আবার ‘পুষ্পা’ সিনেমার কিছু সংলাপ বলতে থাকেন ওয়ার্নার। 

 

5/9
সিনেমায় ওয়ার্নার
সিনেমায় ওয়ার্নার

আইপিএলের সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে খেলার সময় ওয়ার্নারের সেই অপেক্ষার অবসান হল। 

 

6/9
সিনেমায় ওয়ার্নার
সিনেমায় ওয়ার্নার

এবার সিনেদুনিয়ায় হাতেখড়ি হয়েই গেল অস্ট্রেলিয়ান এই ক্রিকেট তারকার।

 

7/9
সিনেমায় ওয়ার্নার
সিনেমায় ওয়ার্নার

একটি তেলুগু সিনেমায় এক ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন ওয়ার্নার। এর আগে রাজামৌলির সঙ্গে একটি বিজ্ঞাপনেও দেখা গিয়েছে তাঁকে। 

 

8/9
সিনেমায় ওয়ার্নার
সিনেমায় ওয়ার্নার

দক্ষিণী তারকা নীতিন এবং শ্রীলীলার নতুন সিনেমা ‘রবিনহুড’-এ একটি চরিত্রে অভিনয় করেছেন ডেভিড ওয়ার্নার। আগামী ২৮ মার্চ সিনেমাটি মুক্তি পাবে।

 

9/9
সিনেমায় ওয়ার্নার
সিনেমায় ওয়ার্নার

শোনা যাচ্ছে, এই ছবির জন্য ওয়ার্নারের পারিশ্রমিক নাকি ১ কোটি টাকা। 





Read More