Deadly Earthquake in Japan: তীব্র ভাবে কেঁপে উঠল মাটি। আসছে সুনামিও। তেমনই সতর্কতা। কোথায়?
সোমবার ১৩ জানুয়ারি সকাল ৯টা ১৯ মিনিটে ৬.৯ মাত্রার এই ভূকম্পটি হয়।
এর জেরে মিয়াজাকি প্রিফেকচারে সুনামি হতে পারে বলে সতর্কতা জারি হয়েছে! অন্তত ১ মিটার উঁচু ঢেউ উঠতে পারে। মোটেই কম নয়!
সমুদ্রে যেতে বা উপকূলের কাছাকাছি জায়গাগুলিতে আপাতত না যেতেই অনুরোধ জানানো হয়েছে।
ঠিক কতটা ক্ষয়ক্ষতি এখনই বোঝা যাচ্ছে না। আচমকা ভূমিকম্পের অভিঘাত এখনও কাটিয়ে উঠতে পারেনি দেশটি।
রিং অফ ফায়ারের উপর অবস্থিত বলে জাপানে প্রায়শই ভূমিকম্প হয়। প্রশান্ত মহাসাগরের বেসিনে এখানে রয়েছে আগ্নেয়গিরি আর চ্যুতিরেখা!
জাপান খুবই আধুনিক একটি দেশ, লড়াকুও। বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশটা নানা দিক থেকে অসাধ্য সাধন করেছে। ভূমিকম্পে ভেঙে পড়লেও সব ক্ষতি সামলে সে আবার নতুন করে সেজে ওঠে। এখন সেদিকেই তাকিয়ে সারা বিশ্ব।