PHOTOS

Deadly Earthquake: তীব্র ভূকম্পে কাঁপল দেশ! বিপুল ধ্বংসলীলার মধ্যেই আতঙ্ক-জাগানো সুনামি-সতর্কতা; কত উঁচু ঢেউ?

Deadly Earthquake in Japan: তীব্র ভাবে কেঁপে উঠল মাটি। আসছে সুনামিও। তেমনই সতর্কতা। কোথায়?

Advertisement
1/6
সোম-সকালে
সোম-সকালে

সোমবার ১৩ জানুয়ারি সকাল ৯টা ১৯ মিনিটে ৬.৯ মাত্রার এই ভূকম্পটি হয়। 

2/6
সুনামি-সতর্কতা
সুনামি-সতর্কতা

এর জেরে মিয়াজাকি প্রিফেকচারে সুনামি হতে পারে বলে সতর্কতা জারি হয়েছে! অন্তত ১ মিটার উঁচু ঢেউ উঠতে পারে। মোটেই কম নয়!

3/6
সমুদ্রে নয়
সমুদ্রে নয়

সমুদ্রে যেতে বা উপকূলের কাছাকাছি জায়গাগুলিতে আপাতত না যেতেই অনুরোধ জানানো হয়েছে। 

4/6
অভিঘাত
অভিঘাত

ঠিক কতটা ক্ষয়ক্ষতি এখনই বোঝা যাচ্ছে না। আচমকা ভূমিকম্পের অভিঘাত এখনও কাটিয়ে উঠতে পারেনি দেশটি। 

5/6
আগ্নেয়গিরি আর চ্যুতিরেখা
আগ্নেয়গিরি আর চ্যুতিরেখা

রিং অফ ফায়ারের উপর অবস্থিত বলে জাপানে প্রায়শই ভূমিকম্প হয়। প্রশান্ত মহাসাগরের বেসিনে এখানে রয়েছে আগ্নেয়গিরি আর চ্যুতিরেখা!

6/6
লড়াকু
লড়াকু

জাপান খুবই আধুনিক একটি দেশ, লড়াকুও। বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশটা নানা দিক থেকে অসাধ্য সাধন করেছে। ভূমিকম্পে ভেঙে পড়লেও সব ক্ষতি সামলে সে আবার নতুন করে সেজে ওঠে। এখন সেদিকেই তাকিয়ে সারা বিশ্ব।  





Read More