Bolivia Bus Crash: ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রায় চল্লিশ জনের মৃত্যু। আহত ৩০ জন। যাত্রীবাহী দুই বাসের মধ্যে সংঘর্ষে এই ঘটনা। চালক দু'জন আশ্চর্যজনক ভাবে বেঁচে গিয়েছেন।
লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় ভয়াবহ এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সময় শনিবার ভোরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর উয়ুনি থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে এই দুর্ঘটনাটি ঘটে।
বলিভিয়ার মিডিয়ায় বাসের ক্ষতিগ্রস্ত কোচের ছবি প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ভয়ংকর অবস্থা বাসের।
কোচের বডি কার্যত খণ্ড-বিখণ্ড। লাগেজ সব রাস্তার ধারে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে।
দুর্ঘটনাকবলিত বাস দুটির মধ্যে একটি বলিভিয়ার পশ্চিমাঞ্চলে ওরুরো শহরে যাচ্ছিল। আহতদের দ্রুত উদ্ধার করে ওরুরো ও পোটোসি এই দুই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় ৩৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩০ জন।