PHOTOS

Deadly Road Accident: ভয়ংকর! ভুল 'লেনে' ঢুকে পড়ল প্রচণ্ড গতিশীল বাস! মুখোমুখি ধাক্কা! ছড়িয়ে পড়ল রক্ত, কাচ, লাগেজ! মৃতের পাহাড়...

Bolivia Bus Crash: ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রায় চল্লিশ জনের মৃত্যু। আহত ৩০ জন। যাত্রীবাহী দুই বাসের মধ্যে সংঘর্ষে এই ঘটনা। চালক দু'জন আশ্চর্যজনক ভাবে বেঁচে গিয়েছেন।

Advertisement
1/6
লাতিন আমেরিকায়
লাতিন আমেরিকায়

লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় ভয়াবহ এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে।

2/6
শনিভোরে
শনিভোরে

স্থানীয় সময় শনিবার ভোরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর উয়ুনি থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে এই দুর্ঘটনাটি ঘটে।

3/6
ভয়ংকর অবস্থা
ভয়ংকর অবস্থা

বলিভিয়ার মিডিয়ায় বাসের ক্ষতিগ্রস্ত কোচের ছবি প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ভয়ংকর অবস্থা বাসের।

4/6
খণ্ড-বিখণ্ড
খণ্ড-বিখণ্ড

কোচের বডি কার্যত খণ্ড-বিখণ্ড। লাগেজ সব রাস্তার ধারে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে। 

5/6
দুর্ঘটনাকবলিত
দুর্ঘটনাকবলিত

দুর্ঘটনাকবলিত বাস দুটির মধ্যে একটি বলিভিয়ার পশ্চিমাঞ্চলে ওরুরো শহরে যাচ্ছিল। আহতদের দ্রুত উদ্ধার করে ওরুরো ও পোটোসি এই দুই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

6/6
মৃত্যু ৩৭!
মৃত্যু ৩৭!

ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় ৩৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩০ জন।





Read More