PHOTOS

Maha Kumbh Mela 2025: মর্মান্তিক পথদুর্ঘটনা প্রয়াগরাজে! ভয়াবহ মৃত্যু কুম্ভপুণ্যার্থীর, বাড়িতে খবর আসতেই...

Road Accident in Kumbh Mela Prayagraj: কোথাকার পুণ্যার্থীদের মৃত্যু ঘটল? দুর্ঘটনার খবর গ্রামে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ল মৃত তিন পুণ্যার্থীর পরিবার। এলাকা শোকে পাথর।

Advertisement
1/6
সাতসকালেই
সাতসকালেই

আজ, মঙ্গলবার সাতসকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে প্রয়াগরাজে। 

2/6
৩ পুণ্যার্থী
৩ পুণ্যার্থী

মারা গিয়েছেন তিন হতভাগ্য। মৃতদের নাম-- জাগরি মাহাতো (৪৫), আল্পনা মাহাতো (৪৪) এবং কুন্তি মাহাতো (৬৫)।

3/6
গোপলাডি
গোপলাডি

প্রয়াগরাজে কুম্ভমেলায় পুণ্যস্নান করতে গিয়ে মর্মান্তিক এই মৃত্যু ঘটল পুরুলিয়ার বাসিন্দা তিন পুণ্যার্থীর। এঁদের বাড়ি পুরুলিয়ার টামনা থানা এলাকার গোপলাডি গ্রামে। 

4/6
প্রয়াগরাজের উদ্দেশে ৬০
প্রয়াগরাজের উদ্দেশে ৬০

গত রবিবার টামনা থানার চাকলতোড় হাসপাতাল মোড় থেকে পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে একটি বাসে প্রয়াগরাজের উদ্দেশে রওনা দিয়েছিলেন ওই তিন মহিলা। ওই বাসে ছিলেন প্রায় ৬০ জন তীর্থযাত্রী।

5/6
পার্কিংয়ের পরে
পার্কিংয়ের পরে

আজ, মঙ্গলবার ভোরে বাসটি প্রয়াগরাজে পৌঁছয়। সেখানে নির্দিষ্ট জায়গায় বাসটি পার্কিং করে। এর পরে সবাই বাস থেকে নেমে হাতমুখ ধুচ্ছিলেন। 

6/6
এলাকায় শোকের ছায়া
এলাকায় শোকের ছায়া

ওই তিন মহিলা তখন ওখানে রাস্তা পারাপার করতে যাচ্ছিলেন। তখনই তাঁরা এই পথদুর্ঘটনার শিকার হন। মর্মান্তিক মৃত্যু হয় তাঁদের। ঘটনার খবর আজই তাঁদের গ্রামে পৌঁছয়। খবর শুনে শোকের ছায়া নেমে আসে এলাকায়। কান্নার রোল ওঠে পরিবারে। (তথ্য ও ছবি: মনোরঞ্জন মিশ্র)





Read More