Weather Update, Heavy Rain Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা... ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা।
অয়ন ঘোষাল: রায়দিঘি দিয়ে বাংলায় প্রবেশ করল গভীর নিম্নচাপ। গভীর নিম্নচাপের সম্মুখ ভাগ প্রবেশ করেছে বাংলার উপকূলের জেলায়।
পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থিত গভীর নিম্নচাপটি গত ৬ ঘণ্টা ধরে প্রায় ২২ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে উত্তর দিকে অগ্রসর হয়ে রায়দিঘির কাছে বাংলার উপকূলে প্রবেশ করেছে।
আগেই পূর্বাভাস ছিল যে সাগর দ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝামাঝি পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে গভীর নিম্নচাপটি। এই গভীর নিম্নচাপের প্রভাবে প্রবল দুর্যোগের পূর্বাভাস বাংলায়।
গভীর নিম্নচাপটির এরপর উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যা পর্যন্ত এর তীব্রতা বজায় রাখবে গভীর নিম্নচাপটি। তারপর এটি ধীরে ধীরে শক্তি খুইয়ে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবে। আজই ভোরে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়।
এই গভীর নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সর্তকতা রয়েছে। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হবে। তাই মৎস্যজীবীদের ৩১ মে শনিবার পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস ১০ জেলায়। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। বাকি সব জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে।