খবর ছিল আগেই। শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হসপিটালে দেখা গেছিল তাঁকে। অবশেষে শোনা গেলো খুশির খবর। দিপিকা পাদুকন ও রণবীরের ঘর আলো করে এল কন্যাসন্তান। সমাজমাধ্যমে পোস্ট করে একথা জানান তারকা দম্পতি। জীবনের নতুন অধ্যায় শুরু হল তাদের।
পুরো দেশজুড়ে যখন নারীসুরক্ষার দাবিতে পথে নামছেন আপামর জনগন। সাধারন মানুষের পাশাপাশি কলাকুশলিরাও যখন প্রতিবাদ জানাচ্ছেন। ঠিক সেইসময় কন্যাসন্তানের জন্মের কথা সবাইকে জানালেন দিপ-বীর। সমাজমাধ্যমে করা তাদের ওই পোস্টে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন আলিয়া ভাট,আথিয়া শেঠি সহ অনেকেই।
কল্কি সিনেমার প্রোমোশনে এভাবেই দেখা গেছিল দীপিকাকে
অনুরাগীদের জানিয়েছিলেন তাঁদের সন্তান আসতে চলেছে।
গতসপ্তাহেই মাতৃত্বকালীন ফটোশুটে ধরা দিয়েছিলেন দীপিকা ও রণবীর।
সঞ্জয় লীলা বনসালির ছবিতে রোম্যান্টিক জুটিতে প্রথমবার ধরা দিয়েছিলেন তাঁরা।
২০১৭ সালে দীপিকা তাঁদের সম্পর্কের কথা জানান। বলেন তাঁরা ২০১২ থেকে সম্পর্কে রয়েছেন।
বরাবরই একে অপরকে শ্রদ্ধা করেন তারকাদ্বয়। বিভিন্ন অনুষ্ঠানে একে অপরকে নিজেদের সাফল্যের কৃতিত্ব দিয়েছেন দুজনে।
বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর ব্যক্তিগতভাবে বিবাহ সম্পন্ন করেন তারকা দম্পত্তি।
২০১৮ সালে বিবাহের কথা ঘোষণা করেন এই দম্পতি।