PHOTOS

Deepika Ranveer announce pregnancy: মা হতে চলেছেন দীপিকা! কবে আসছে সন্তান? সোশ্যালে সুখবর শেয়ার দীপবীরের...

Deepika Ranveer announce pregnancy: সুখবর শেয়ার করতেই শুভেচ্ছার বন্যায় ভেসে গিয়েছেন তারকা দম্পতি। বলিউড তারকা থেকে অগনিত ভক্ত তাদের শুভেচ্ছা জানিয়েছেন। বিয়ের ৬ বছরের মাথায় মা হচ্ছেন দীপিকা।

Advertisement
1/7
মা হতে চলেছেন দীপিকা!
মা হতে চলেছেন দীপিকা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৭৭ তম বাফটা অ্যাওয়ার্ডের রাতে শাড়িতে ঝলমল করে ওঠার পরই জল্পনা ছড়িয়েছিল দীপিকা পাড়ুকোনের স্ফীতোদর নিয়ে। অভিনেত্রী কি গর্ভবতী? 

 

2/7
মা হতে চলেছেন দীপিকা!
মা হতে চলেছেন দীপিকা!

মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন? কানাঘুষোয় এমনও শোনা গিয়েছিল যে দ্বিতীয় ট্রাইমেস্টার চলছে দীপিকার। তবে এতদিন এই নিয়ে মুখ খোলেননি তারকা দম্পতির কেউ-ই।

 

3/7
মা হতে চলেছেন দীপিকা!
মা হতে চলেছেন দীপিকা!

অবশেষে ইনস্টাগ্রামে সেই সুখবর ফ্যানদের সঙ্গে শেয়ার করে নিলেন দীপিকা-রণবীর। সন্তান আসার সুসংবাদ দিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন দীপিকা।

 

4/7
মা হতে চলেছেন দীপিকা!
মা হতে চলেছেন দীপিকা!

বাচ্চাদের রম্পার, বেলুন, খেলনা, জুতো, মাথার টুপি দেওয়া একটি ছবি পোস্ট করে দীপিকা শুধু লিখেছেন, 'সেপ্টেম্বর ২০২৪।' আর নীচে লেখা, 'দীপিকা ও রণবীর'।

 

5/7
মা হতে চলেছেন দীপিকা!
মা হতে চলেছেন দীপিকা!

দীপিকার এই পোস্টেই শিলমোহর পড়ে তাঁর মা হওয়ার জল্পনায়। তারকা দম্পতি যে তাঁদের প্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ার অপেক্ষায়, তা নিশ্চিত হয়ে যায়। বাড়িতে নতুন সদস্যের আগমনের জন্য এখন অপেক্ষা শুধু সেপ্টেম্বর ২০২৪-এর।

 

6/7
মা হতে চলেছেন দীপিকা!
মা হতে চলেছেন দীপিকা!

২০১৮ সালে বিয়ে করেন যুগলে। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে দীপিকা নিজে মুখে বলেছিলেন যে, তিনি ও রণবীর দুজনেই বাচ্চা ভালোবাসেন।

 

7/7
মা হতে চলেছেন দীপিকা!
মা হতে চলেছেন দীপিকা!

আরও বলেছিলেন যে, তাঁরা দুজনেই নিজেদের পরিবার শুরুর দিকে তাকিয়ে রয়েছেন। তখন থেকেই দীপিকার প্রেগন্যান্সি নিয়ে গুঞ্জনের সূত্রপাত। বিয়ের ৬ বছরের মাথায় মা হচ্ছেন দীপিকা।





Read More