PHOTOS

Sourav Ganguly: গম্ভীরের মতো 'ভালো' নন! হেড কোচ হিসেবে বাতিল 'অযোগ্য' সৌরভ...

DC rejects Sourav Ganguly as Head coach: সংবাদমাধ্যমের কাছে কেরিয়ারে প্রথমবারের জন্য কোচ হওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিলেন সৌরভ গাঙ্গুলি। 

Advertisement
1/7
'বাতিলে'র খাতায় সৌরভের নাম!
'বাতিলে'র খাতায় সৌরভের নাম!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রিকি পন্টিংকে 'স্যাক' করার পর এবার 'বাতিলে'র খাতায় সৌরভের নামও।

 

2/7
'বাতিলে'র খাতায় সৌরভের নাম!
'বাতিলে'র খাতায় সৌরভের নাম!

হেড কোচ হিসেবে সৌরভ গাঙ্গুলিকে নিয়োগের সম্ভাবনায় জল ঢেলে দিল দিল্লি ক্যাপিটালস। কারণ তাদের চোখে সৌরভ ঠিক 'যোগ্য়' নন!

 

3/7
'বাতিলে'র খাতায় সৌরভের নাম!
'বাতিলে'র খাতায় সৌরভের নাম!

বরং তারা গৌতম গম্ভীরের মতো কাউকে চান। সৌরভের থেকে গৌতম গম্ভীর, দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষের চোখে অনেক বেশি 'যোগ্য'।

 

4/7
'বাতিলে'র খাতায় সৌরভের নাম!
'বাতিলে'র খাতায় সৌরভের নাম!

কারণ, মেন্টর হিসেবে ছোট কেরিয়ারেই ব্যাপক সাফল্য পেয়েছেন গম্ভীর। লখনউ সুপার জায়ান্টসকে প্লে অফে নিয়ে গিয়েছেন। 

5/7
'বাতিলে'র খাতায় সৌরভের নাম!
'বাতিলে'র খাতায় সৌরভের নাম!

গম্ভীরের কোচিংয়েই এক দশক বাদে আইপিএল জিতেছে কলকাতা নাইট রাইডার্স। গম্ভীর আন্তর্জাতিক ও ঘরোয়া- দুতরফেই প্লেয়ারদের খুব ভালো ট্র্য়াক রাখেন। 

 

6/7
'বাতিলে'র খাতায় সৌরভের নাম!
'বাতিলে'র খাতায় সৌরভের নাম!

প্রসঙ্গত, একদিকে যখন রিকি পন্টিংকে হেড কোচের পদ থেকে ছাঁটাই করা হচ্ছে, তখন সংবাদমাধ্যমের কাছে কেরিয়ারে প্রথমবারের জন্য কোচ হওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিলেন সৌরভ গাঙ্গুলি। 

 

7/7
'বাতিলে'র খাতায় সৌরভের নাম!
'বাতিলে'র খাতায় সৌরভের নাম!

কিন্তু, দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ সৌরভ গাঙ্গুলিকে ডিরেকটর অফ ক্রিকেটের সঙ্গে আবার হেড কোচের ডুয়াল দায়িত্ব দিতে অনিচ্ছুক। কারণ, দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ মেগা নিলামের আগে হেড কোচ পদে 'স্থায়িত্ব' চায়।





Read More