PHOTOS

IndiGo Flight Emergency Landing: মাঝ-আকাশেই বিকল ইঞ্জিন! পাইলট পাঠালেন 'PAN-PAN'! ১৯১ জন যাত্রী নিয়ে ইন্ডিগো বিমান...

PAN PAN signal before Delhi-Goa IndiGo flight emergency landing: বিপদ যেন পিছু ছাড়ছে না ইন্ডিগোর। মঙ্গলবার রাতেই দিল্লি পটনাগামী ইন্ডিগো ফ্লাইট (6E 2482) পটনার জয় প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দরে অল্পের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। তারপর বুধবার রাতেই...

Advertisement
1/8
ইন্ডিগো পাইলটের "প্যান প্যান প্যান" কল
ইন্ডিগো পাইলটের
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের আকাশে ফের উড়ান বিপর্যয়ের বিপদসংকেত! বুধবার গভীর রাতে মাঝ-আকাশেই জরুরি অবস্থা ঘোষণা দিল্লি থেকে গোয়াগামী ইন্ডিগো বিমান 6E 6271-এর।    
2/8
ইন্ডিগো পাইলটের "প্যান প্যান প্যান" কল
ইন্ডিগো পাইলটের

১৯১ জন যাত্রী নিয়ে মাঝ-আকাশেই যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় ইন্ডিগো ফ্লাইট 6E 6271। যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে বিমানের এক নম্বর ইঞ্জিনে। সঙ্গে সঙ্গে ইন্ডিগো বিমানের পাইলট আন্তর্জাতিক জরুরি সংকেত "প্যান-প্যান" পাঠান এটিসিকে।

 

3/8
ইন্ডিগো পাইলটের "প্যান প্যান প্যান" কল
ইন্ডিগো পাইলটের

বিমান ঘুরিয়ে দেওয়া হয় মুম্বইয়ের দিকে। রাত ৯টা ৫৩ মিনিটে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে ইন্ডিগোর এয়ারবাস A320neo উড়ানটি।

 

4/8
ইন্ডিগো পাইলটের "প্যান প্যান প্যান" কল
ইন্ডিগো পাইলটের

অল্পের জন্য বড়সড় বিপদ ও প্রাণহানির হাত থেকে রক্ষা পান ১৯২ জন যাত্রী। ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটি ধরা পড়তেই পাইলট জরুরি "প্যান প্যান প্যান" কল করেন। যাত্রীদের নিরাপত্তার সঙ্গে কোনও আপস করা হয়নি।

 

5/8
MAYDAY সিগন্যাল
MAYDAY সিগন্যাল

প্রসঙ্গত, আমদাবাদ বিমান দুর্ঘটনার ক্ষেত্রে টেক অফের পরই বিপদ আঁচ করতে পেরে AI 171-এর পাইলট সুমিত সাভারওয়াল এটিসিকে 'MAYDAY! MAYDAY! MAYDAY!' বার্তা পাঠান। 

 

6/8
পাইলট পাঠালেন 'PAN-PAN'! কী তার মানে?
পাইলট পাঠালেন 'PAN-PAN'! কী তার মানে?

এই 'মেডে' একটি 'ডিসট্রেস' কল! যা বোঝায় উড়ানের সম্ভাব্য বিপদ। যেখানে একশো শতাংশ জড়িয়ে রয়েছে জীবন সংশয়ের ঝুঁকি। এখন 'MAYDAY' ছাড়াও ফ্লাইটের জরুরি অবস্থা বোঝাতে আরেকটি সিগন্যাল হল PAN-PAN-PAN।

 

7/8
পাইলট পাঠালেন 'PAN-PAN'! কী তার মানে?
পাইলট পাঠালেন 'PAN-PAN'! কী তার মানে?

বিমানের জরুরি অবস্থা বোঝাতে এই PAN-PAN-PAN সিগন্যাল ব্যবহার করে থাকেন পাইলট। 'প্যান প্যান' সিগন্যাল 'মেডে' কলের এক ধাপ নীচে। উড়ান পরিভাষায়, PAN-PAN বোঝায় এমন একটি অবস্থা যার প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন কিন্তু জীবনের জন্য তাৎক্ষণিক বিপদ ডেকে আনে না।

 

8/8
পাইলট পাঠালেন 'PAN-PAN'! কী তার মানে?
পাইলট পাঠালেন 'PAN-PAN'! কী তার মানে?

'mayday'-র মতো PAN-PAN-ও ফরাসি শব্দ 'panne' থেকে এসেছে। যার অর্থ 'ভাঙন'। বিমানের জরুরি অবস্থা বোঝাতেই আন্তর্জাতিক জরুরি সংকেত বিধি অনুসারে পাইলট এই সিগন্যাল ৩ বার ব্যবহার করে থাকেন।





Read More