Red Fort Security Lapse: লাল কেল্লায় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে হঠাত্ করেই করা হয় সিকিউরিটি ড্রিল। তাতেই ধরা পড়ে গেল নিরাপত্তা ব্যবস্থার গলদ
স্বাধীনতা দিবসের আর মাত্র ৭ দিন বাকী। ফলে দিল্লির নিরাপত্তা ব্যবস্থায় কোনও ফাঁকফোকর রাখছে না দিল্লি পুলিস।
এদিন লাল কেল্লার প্রাকার থেকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। ফলে এখন থেকেই সেখানে মাছি গলার উপায় নেই। নিশ্চিদ্র সেই নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই বড়সড় ত্রুটি ধরা পড়ল।
এর জেরেই সাসপেন্ড করা হল দিল্লি পুলিসের ৭ কর্মীকে। ওইসব পুলিসকর্মী লাল কেল্লার নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
এদিকে লাল কেল্লায় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে হঠাত্ করেই করা হয় সিকিউরিটি ড্রিল। তাতেই ধরা পড়ে গেল নিরাপত্তা ব্যবস্থার গলদ। ফোর্ট চত্বরে লুকিয়ে রাখা ডামি বোমা খুঁজে পেল না পুলিস।
দিল্লির পুলিস জানিয়েছে, ওই ঘটনার জেরে কনস্টেবল, হেড কনস্টেবল-সহ মোট ৭ জনকে বরখাস্ত করা হয়েছে নিরাপত্তায় গাফিলতির জন্য।
সংবাদমাধ্যমে দিল্লির পুলিস জানিয়েছে, শনিবার লাল কেল্লার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে একটি অভিযান চালায় দিল্লি পুলিস। সাধারণ পোশাকে ডামি বোমা নিয়ে লাল কেল্লা চত্বরে ঢোকেন পুলিস কর্মীরা। কিন্তু তা ধরতে পারেননি নিরাপত্তায় দায়িত্বে থাকা পুলিসকর্মীরা। তার জেরেই সাসপেনশন।