Pro Khalistanis Rally:
ভারতের সঙ্গে কানাডার সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। সেখানকার শিখরা মাঝেমধ্যেই ভারত বিরোধী কথা বলছেন প্রকাশ্যে
ভিসা সংক্রান্ত সমস্যার কারণে অনেক ভারতীয়ই আমেরিকা থেকে ফিরতে বাধ্য হচ্ছেন। এনিয়ে আতঙ্কে প্রবাসী ভারতীয়রা। ডেনাল্ড ট্রাম্পের ফতোয়ার জেরে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয়রা সমস্যায় পড়লেও কানাডায় অন্য ছবি।
কানাডায় বসবাসকারী হিন্দুদের পাইকারি হাতে দেশে ফেরত পাঠানোর দাবিতে রাস্তায় নেমেছে খলিস্তানপন্থীরা।
CHCC condemns the call at today’s Nagar Kirtan in Malton & Etobicoke demanding 800,000 Hindus leave Canada. There are 800,000 Hindus and over 1.86 million Indo-Canadians in Canada. The call at today's Nagar Kirtans in Malton & Etobicoke clearly targeted Hindus. History… pic.twitter.com/nA9LOysIJ5
— Canadian Hindu Chamber of Commerce (@chcconline) May 4, 2025এমনই এক মিছিলের ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করতে পারেনি জি ২৪ ঘণ্টা ডিজিটাল।
ভারতের সঙ্গে কানাডার সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। সেখানকার শিখরা মাঝেমধ্যেই ভারত বিরোধী কথা বলছেন প্রকাশ্যে।
এরকম পরিস্থিতিতে গ্রেটার টরেন্টো এলাকায় একটি মিছিল বের করেন খলিস্তানপন্থীরা।
খলিস্তানপন্থীদের দাবি, কানাডায় বসবাসকারী ৮ লাখ ভারতীয় হিন্দুকে দেশে ফেরত পাঠাতে হবে।
খলিস্তানপন্থীদের ওই মিছিলে প্রধানমন্ত্রী মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের কুশপুত্তলিকা পোড়ানো হয়।
কানাডার সংবাদমাধ্যমের খবর, ওই মিছিল অনুষ্ঠিত হয় টরেন্টোর মালটন গুরুদ্বারে।
এদিকে, ওই ধরনের মিছিলের তীব্র নিন্দা করেছে কানাডিয়ান হিন্দু চেম্বার অব কমার্স।
সংগঠনের তরফে বলা হয়েছে, ইতিহাস সাক্ষী এভাবে পাইকারি হারে দেশ থেকে বের করে দেওয়ার দাবি অবর্ণনীয় পরিস্থিতির সৃষ্টি করেছে। এই ভয়ংকর প্রবণতা সবার নিন্দা করা উচিত।