PHOTOS

Wildfire: ভয়াবহ দাবানলে বিপর্যস্ত গোটা এলাকা! প্রবল বাতাসে দ্রুত ছড়িয়ে পড়ছে লেলিহান আগুন...

Southern California Wildfire: দমকল কর্মীরা বলেছেন, প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। তাই আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে।

Advertisement
1/6
হারিকেন-বাতাস
হারিকেন-বাতাস

হারিকেনের মতো শক্তিশালী বাতাস লস অ্যাঞ্জেলেসের বাইরে মাউন্টেন ফায়ারে বিস্ফোরণ ঘটিয়েছে। যা দ্রুত বৃদ্ধি পেয়ে ২০ হাজার একর জায়গায় ছড়িয়ে পড়ে। 

2/6
ঘর-ছাড়া
ঘর-ছাড়া

দাবানলের কারণে হাজার-হাজার মানুষ ঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।

3/6
মাত্র কয়েক মিনিটে
মাত্র কয়েক মিনিটে

কেউ কেউ মাত্র কয়েক মিনিটের মধ্যে সম্পত্তি-টাকাপয়সার যতটুকু সংগ্রহ করতে পরেছেন তা নিয়ে এবং নিজেদের 'পেট' সংগ্রহ করে বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন।

4/6
নিমেষেই ধ্বংস
নিমেষেই ধ্বংস

স্থানীয় এক বাসিন্দার প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। সংবাদমাধ্যমে তিনি বলেছেন, তিনি যে বাড়িতে বড় হয়েছেন, তাঁর চোখের সামনে নিমেষেই সেটি ধ্বংস হয়ে যায়!

5/6
ফেরা হল না
ফেরা হল না

সেই বাসিন্দা আরও বলেছেন, আমরা আশা করছিলাম ফিরে যেতে পারব, কিছু জিনিসপত্রও ফিরে পাব। কিন্তু সেটা আর সম্ভব হয়ে ওঠেনি!

6/6
ধোঁয়া দেখেই
ধোঁয়া দেখেই

আর-এক স্থানীয় বাসিন্দা বলেন, তিনি জানতেন ধোঁয়ার গন্ধ পেলে তাকেও সব ছেড়ে চলে যেতে হবে। তবে তিনি তাঁর পোষ্য এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র ইত্যাদি নিয়ে গাড়ি নিয়ে প্রায় তৈরিই ছিলেন। যখনই ধোঁয়ায় তাঁর এলাকা অন্ধকার হয়ে গেল তখনই তিনি দ্রুত বেরিয়ে পড়েছিলেন!





Read More