PHOTOS

Dev-Rukmini: বিচ্ছেদের জল্পনায় জল! 'তুমিই আমার শক্তি', রুক্মিনীকে জড়িয়ে জন্মদিনে শুভেচ্ছা দেবের...

Rukmini Maitra Birthday: অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল দেব ও রুক্মিনীর সম্পর্কে নাকি দূরত্ব বাড়ছে। সেই সব জল্পনায় জল ঢেলে ফের পাশাপাশি ফ্রেমবন্দি হলেন দেব রুক্মিনী। মধ্যরাতে দেবকে পাশে নিয়েই কেক কাটলেন রুক্মিনী। 

Advertisement
1/6
দেব-রুক্মিনী
দেব-রুক্মিনী

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুক্রবার রুক্মিনী মৈত্র জন্মদিন। নায়িকার জন্মদিন বলে কথা! বৃহস্পতিবার মধ্যরাত থেকেই শুরু সেলিব্রেশন। 

2/6
দেব-রুক্মিনী
দেব-রুক্মিনী

অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল দেব ও রুক্মিনীর সম্পর্কে নাকি দূরত্ব বাড়ছে। সেই সব জল্পনায় জল ঢেলে ফের পাশাপাশি ফ্রেমবন্দি হলেন দেব রুক্মিনী। 

3/6
দেব-রুক্মিনী
দেব-রুক্মিনী

মধ্যরাতে দেবকে পাশে নিয়েই কেক কাটলেন রুক্মিনী। বেলুনে সাজানো ছিল গোটা ঘর। কেক কেটে নাচানাচিও করেন তাঁরা। 

4/6
দেব-রুক্মিনী
দেব-রুক্মিনী

সোশ্যাল মিডিয়ায় দেব লেখেন, 'আমার সবচেয়ে বড় শক্তি ও সমর্থককে জন্মদিনের শুভেচ্ছা'। 

5/6
দেব-রুক্মিনী
দেব-রুক্মিনী

শুক্রবার জন্মদিনে রথযাত্রায় মায়াপুর ইস্কনে যান রুক্মিনী মৈত্র। 

6/6
দেব-রুক্মিনী
দেব-রুক্মিনী

পুজো দেওয়ার পাশাপাশি আরতির থালা হাতেও দেখা যায় নায়িকাকে। 





Read More