PHOTOS

KMC Election 2021: 'পার্টি দেখে নয়, যে কাজ করে তাঁকে ভোট দেওয়া উচিত', দেব

Advertisement
1/7
দেব
দেব

নিজস্ব প্রতিবেদন: রবিবার কলকাতা পুরসভা নির্বাচনে ভোট দান করলেন সাংসদ অভিনেতা দেব। ভোট দিতে এসে দেব বলেন, পার্টি দেখে নয়, যে প্রার্থী কাজ করে সেই প্রার্থীকেই ভোট দেওয়া উচিত। 

2/7
দেবলীনা কুমার
দেবলীনা কুমার

বাবা দেবাশিস কুমার ও মা দেবযানী কুমারের সঙ্গে ভোট দিতে যান অভিনেতা দেবলীনা কুমার। 

 

3/7
সোহম চক্রবর্তী
সোহম চক্রবর্তী

রবিবার কলকাতা পুরসভা নির্বাচনে ভোট দান করেন সোহম চক্রবর্তী।  

4/7
চিরঞ্জিত
চিরঞ্জিত

রবিবার সকাল সকাল লেক মার্কেটের চারুচন্দ্র কলেজে ভোটদান করেন অভিনেতা চিরঞ্জিত। 

5/7
রাজ চক্রবর্তী
রাজ চক্রবর্তী

মুকুন্দপুরের একটি ভোটকেন্দ্রে ভোট দেন ব্যারাকপুরের বিধায়ক পরিচালক রাজ চক্রবর্তী। 

6/7
টোটা রায়চৌধুরী
টোটা রায়চৌধুরী

দীর্ঘ ২৫ বছরে একবারও ভোটদান মিস করেননি টোটা রায়চৌধুরী। এবারও তার অন্যথা হল না। রবিবার ভোট দিলেন টোটা। 

7/7
কাঞ্চন মল্লিক
কাঞ্চন মল্লিক

নাকতলা হাইস্কুলে ভোট দান করেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক। 





Read More