Dilip Ghosh on Dev: স্কটল্যান্ড থেকে ফিরে ২১ জুলাইয়ের মঞ্চে আসেন ঘাটাল সাংসদ দেব। এবার তাঁকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এমনকী চোরেদের কাছে মাথা নত করোনা, দেবকে পরামর্শ দিলীপ ঘোষের।
ই গোপী: দেবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষের।
সোমবার সোজা স্কটল্যান্ড থেকে ফিরে একুশে জুলাই এর মঞ্চে যোগ দিয়েছিলেন ঘাটালের অভিনেতা সংসদ দেব।
সভামঞ্চেও দেবের কোনো সক্রিয় ভূমিকা চোখে পড়েনি রাজ্যবাসীর।
আর এরই মধ্যে ঘাটালের অভিনেতা সাংসদ দেবকে নিয়ে বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের।
কী বললেন দিলীপ ঘোষ? বিজেপি নেতা বলেন, 'দেব ভালো ছেলে! কিন্তু নিকম্মা ভালো ছেলে! আমার ছেলে কোন কাজে নেই। কার চাপে সে রাজনীতি করছে? কেন বারে বারে দাঁড়িয়ে ঘাটালের লোককে ধোঁকা দিচ্ছে। দম থাকলে রিজাইন করে দেখাও।'
দিলীপ আরও বলেন, 'মেদিনীপুরের লোকেরা মেরুদণ্ড থাকে তারা চামচাগিরি করে না। দেবকে ব্ল্যাকমেইল করা হচ্ছে। গোরু পাচারের টাকা নিয়ে তাকে যে ডাকা হয়েছিল সেটা তৃণমূলের লোকেরাই ষড়যন্ত্র করে করিয়েছিল।
প্রাক্তন সভাপতি বিস্ফোরক দাবি করে বলেন, 'দেবকে বলা হয় তুমি ভোটে না দাঁড়ালে তোমার সিনেমা বন্ধ করে দেব। প্রোডাকশন বন্ধ করে দেব। আর সেই কারণেই বাধ্য হয়ে যাচ্ছে।' চোরেদের কাছে মাথা নত করোনা, দেবকে পরামর্শ দিলীপ ঘোষের।