PHOTOS

Dev | Khadaan: ঐতিহাসিক! রিলিজের আগেই নজির গড়ল দেবের 'খাদান'...

Khadaan 2am Show: ইতিহাস গড়লেন দেব। এই প্রথম রাত ২টোয় থাকছে বাংলা ছবির শো। সেই বাংলা ছবিটি হল খাদান। এই বাংলায় ভোরবেলা শো ছিল পাঠানের। তবে এই প্রথম মধ্যরাতে বাংলা ছবির শো। 

 

Advertisement
1/8
ইতিহাসে দেবের 'খাদান'
ইতিহাসে দেবের 'খাদান'

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বুধবারই যথাযথ শো না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন দেব। বৃহস্পতিবার শোনালেন সুখবর। 

2/8
ইতিহাসে দেবের 'খাদান'
ইতিহাসে দেবের 'খাদান'

শুক্রবার রিলিজ হতে চলেছে 'খাদান'। রিলিজের আগেই ইতিহাস গড়ল এই ছবি। 

3/8
ইতিহাসে দেবের 'খাদান'
ইতিহাসে দেবের 'খাদান'

এই প্রথম রাত ২টোয় থাকছে বাংলা ছবির শো। সেই বাংলা ছবিটি হল খাদান। 

4/8
ইতিহাসে দেবের 'খাদান'
ইতিহাসে দেবের 'খাদান'

কলকাতা সহ সারা বাংলায় শুরু হয়ে গেছে অগ্রিম বুকিং। সেখানে ইতোমধ্যেই একের পর এক শো হাউজফুল হয়েছে। 

5/8
ইতিহাসে দেবের 'খাদান'
ইতিহাসে দেবের 'খাদান'

এদিন দেব জানান যে রায়গঞ্জে রাত ২টোর শোও হাউজফুল। যা বাংলা ছবির ইতিহাসে প্রথম। 

6/8
ইতিহাসে দেবের 'খাদান'
ইতিহাসে দেবের 'খাদান'

অনেকদিন পর অ্যাকশন নির্ভর বানিজ্যিক ছবিতে অভিনয় করেছেন দেব। দেবের পাশাপাশি এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। 

7/8
ইতিহাসে দেবের 'খাদান'
ইতিহাসে দেবের 'খাদান'

এযাবৎকাল দক্ষিণী রাজ্যগুলোতেই গভীর রাতে পয়লা শো রাখার ট্রেন্ড ছিল। এই বাংলায় ভোরবেলা শো ছিল পাঠানের। তবে এই প্রথম মধ্যরাতে বাংলা ছবির শো। 

8/8
ইতিহাসে দেবের 'খাদান'
ইতিহাসে দেবের 'খাদান'

ভিডিও বার্তায় দেব দর্শক-অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে বললেন, “ওপেনিংয়েই এমন উন্মাদনা দেখে আমি ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েছি। ৬ কোটি বাজেটের সিনেমা সফল হলে পরবর্তীতে ১০ কোটি টাকা বাজেটের বাংলা ছবি বানানোর সাহস পাব। আর এই সাফল্যের গোটা কৃতিত্বটাই আপনাদের সকলের।”





Read More