Dev-Rukmini: সম্প্রতি প্রয়াত হয়েছেন পরিচালক অরুণ রায়। ক্যানসার আক্রান্ত পরিচালক শেষ কিছুদিন ভর্তি ছিলেন আরজি কর হাসপাতালে। অসুস্থতা থেকে শেষযাত্রা, বন্ধুর পাশে ছিলেন দেব। রবিবার অরুণ রায়ের শ্রাদ্ধের পুজোও করলেন দেব।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন পরিচালক অরুণ রায় ( Arun Roy)। অসুস্থ ছিলেন অনেকদিন।
ক্যানসার আক্রান্ত পরিচালক শেষ কিছুদিন ভর্তি ছিলেন আরজি কর হাসপাতালে। তাঁকে রীতিমতো তদারকিতে রেখেছিলেন কিঞ্জল নন্দ ( Kinjal Nanda )।
অসুস্থতা থেকে শেষযাত্রা, বন্ধুর পাশে ছিলেন দেব। রবিবার অরুণ রায়ের শ্রাদ্ধের পুজোও করলেন দেব।
শুধু দেব নয়, শ্রদ্ধা জানালেন রুক্মিনী মৈত্রও।
কিঞ্জল-সৃজা সঙ্গে আরও অনেকেই কাজ কলেন। নিয়ম মেনে তিল দান থেকে জল-দান সবটাই করলেন অরুণ রায়ের উদ্দেশ্যে।
এদিন তাঁকে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন সুদীপ্তা চক্রবর্তীও।
শ্রাদ্ধানুষ্ঠানের ছবি পোস্ট করেছেন অনুষ্কা চক্রবর্তী।
তিনি লেখেন, 'জানি তুমি এসবে বিশ্বাস করো না, হয়তো রাগও করছ।'
অনুষ্কা আরও লেখেন, 'তুমি যে আত্মীয়তা গুলো তৈরি করে দিয়ে গেছ, তাদের এক হওয়ার ছিল, তোমায় নিয়েই কথা বলার জন্যই। তোমার কথা বার বার বলার জন্য'।
শেষদিন অবধি অরুণ রায়ের পাশে থাকার জন্য দেব-রুক্মিনীর প্রশংসায় নেটপাড়া।