Dev-Rukmini on vacation: মাঝে মাঝেই শহরের কোলাহল ছেড়ে নির্জনে দুজনে ঘুরতে বেরিয়ে পড়েন দেব ও রুক্মিনী। তবে ঘুরতে গিয়েও মাথায় ঘুরছে কাজের চিন্তা। তার প্রমাণ পাওয়া গেল দেবের ভ্যাকেশনের ছবিতে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুদিন আগেই শহর ছেড়েছেন দেব-রুক্মিনী।
কোথায় গিয়েছেন তারকা যুগল, তা নিয়ে নানা মুনি নানা মত।
তবে সব ধোঁয়াশা কাটালেন দেব নিজেই।
এলিফ্যান্ট রকের একটি ছবি পোস্ট করেছেন দেব।
বোঝাই যাচ্ছে সৌদি আরবে ছুটি কাটাচ্ছেন দেব-রুক্মিনী।
একেবারে আরবী স্টাইলেই ছুটির মুডে দেব-রুক্মিনী।
কখনও পরিবেশ কখনও আবার খাওয়া দাওয়ার ছবি পোস্ট করছেন রুক্মিনী।
তবে ঘুরতে গিয়েও দেবের মাথায় ঘুরছে সিনেমার কথাই।
আরবের বালিতে লিখেই জানান দিলেন যে ১৪ অগাস্ট সকাল ১১টায় আসছে খাদানের টিজার।