PHOTOS

Dev: বক্সঅফিসে 'খাদান' ঝড়, বছরশেষে 'ইতিহাসে' নাম লেখালেন দেব!

Khadaan Box Office Collection: ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে দেবের 'খাদান'। অনেকদিন পরে মূলধারার বানিজ্যিক ছবিতে ফিরেছেন সুপারস্টার দেব। প্রথমদিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে এই ছবি। ১১দিনে এই ছবির কালেকশন আকাশছোঁয়া। পাশাপাশি বছর শেষে ইতিহাস গড়লেন সুপারস্টার...

Advertisement
1/10
বক্সঅফিসে 'খাদান' ঝড়
বক্সঅফিসে 'খাদান' ঝড়

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্রিসমাসের আগের উইকেন্ডেই মুক্তি পেয়েছে দেবের বহু প্রতীক্ষিত ছবি ‘খাদান’। 

 

 

2/10
বক্সঅফিসে 'খাদান' ঝড়
বক্সঅফিসে 'খাদান' ঝড়

অনেকদিন পরে মূলধারার বানিজ্যিক ছবিতে ফিরেছেন সুপারস্টার দেব। আর দেবের অপেক্ষায় ছিলেন ফ্যানেরা, তা জানান দিচ্ছে বক্স অফিস রেকর্ড। 

 

3/10
বক্সঅফিসে 'খাদান' ঝড়
বক্সঅফিসে 'খাদান' ঝড়

সুজিত রিনো দত্ত পরিচালিত এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন দেব। দেব ছাড়াও এই ছবিতে যিনি প্রশংসা পেয়েছেন তিনি হলেন যীশু সেনগুপ্ত। 

 

4/10
বক্সঅফিসে 'খাদান' ঝড়
বক্সঅফিসে 'খাদান' ঝড়

এই ছবিতে প্রথমবার দেবের সঙ্গে জুটি বেঁধেছেন ইধিকা পাল। ছবির প্রচারে কোনও খামতি রাখেননি দেব। সারা বাংলা ঘুরে ছবির প্রচার করেছে খাদানের গোটা টিম। 

 

5/10
বক্সঅফিসে 'খাদান' ঝড়
বক্সঅফিসে 'খাদান' ঝড়

দেবের ফিল্মি কেরিয়ারে সবথেকে দ্রুত গতিতে এক কোটির ঘরে প্রবেশ করা ছবি ‘খাদান’। নিজের রেকর্ড নিজেই ভাঙছেন দেব। 

 

6/10
বক্সঅফিসে 'খাদান' ঝড়
বক্সঅফিসে 'খাদান' ঝড়

তবে কোটির সংখ্যা দিনের সঙ্গেই ক্রমবর্ধমান। এটিই দেবের একমাত্র ছবি যা একইদিনে ব্যবসা করেছে প্রায় দেড় কোটি। 

 

7/10
বক্সঅফিসে 'খাদান' ঝড়
বক্সঅফিসে 'খাদান' ঝড়

সবমিলিয়ে বছরশেষে ১১ দিনে এই ছবি ব্যবসা করেছে মোট ১০ কোটি। 

 

8/10
বক্সঅফিসে 'খাদান' ঝড়
বক্সঅফিসে 'খাদান' ঝড়

তবে এর পাশাপাশি এদিন একটি তথ্য শেয়ার করে দেব জানান যে কীভাবে ইতিহাসে নাম লিখিয়েছে খাদান। 

 

9/10
বক্সঅফিসে 'খাদান' ঝড়
বক্সঅফিসে 'খাদান' ঝড়

দেব লেখেন যে স্টার থিয়েটারের নাম বিনোদিনী থিয়েটার হওয়ার পর প্রথম হাউজফুল শো ছিল খাদানের। 

 

10/10
বক্সঅফিসে 'খাদান' ঝড়
বক্সঅফিসে 'খাদান' ঝড়

দেবের দাবি, 'এখন এটা ইতিহাস। খুবই গর্বিত। ধন্যবাদ সবাইকে'।





Read More