PHOTOS

Pujor Fashion: ওয়েস্টার্ন ড্রেস থেকে শাড়ি, জি ২৪ ঘণ্টার ফটোশুটে নজরকাড়া Devlina

Advertisement
1/8
সাইক্লিং
সাইক্লিং

নিজস্ব প্রতিবেদন: নায়িকা দেবলীনা কুমারের সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই দেখা যায় নিজেকে ফিট রাখতে কোনও কসরই বাদ রাখেন না তিনি। কখনও জিমে ১০ কেজি ওয়েট লিফট করছেন কখনও আবার যোগব্যায়াম করছেন কিন্তু তারমধ্যে তাঁর সবচেয়ে পছন্দ সাইক্লিং। 

2/8
শরীরচর্চা
শরীরচর্চা

পুজোর আগে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছেন নায়িকা। নিজেকে ফিট রাখতেই এই উদ্যোগ নিয়েছেন তিনি। 

3/8
ওয়েস্টার্ন ড্রেস
ওয়েস্টার্ন ড্রেস

জি ২৪ ঘণ্টার ফটোশুটে দেবলীনা জানালেন সপ্তমীর জন্য বেছে নেবেন একটি ওয়েস্টার্ন ড্রেস। 

4/8
সপ্তমীর লুক
সপ্তমীর লুক

হলুদ ও কালো রঙের কম্বিনেশনে একটি বডি হাগিং শর্ট ড্রেস বেছে নিয়েছেন নায়িকা, সঙ্গে ব্ল্যাক বুট। 

5/8
অঞ্জলিতে শাড়ি
অঞ্জলিতে শাড়ি

অষ্টমীতে শাড়ি বাঙালি মেয়েদের সব সময়ের পছন্দের পোশাক। নায়িকা হলেও দেবলীনা এই ব্যাপারে ব্যতিক্রম নন। 

6/8
শাড়ি কাহিনি
শাড়ি কাহিনি

লাল পাড় সাদা শাড়ি সঙ্গে ডিপ নেক লাল ব্লাউজ, একদিকে যেমন তাঁকে দিয়েছে সাবেকি লুক, অন্যদিকে তাঁকে করে তুলেছে আবেদনময়ী।

7/8
জমকালো নবমী
জমকালো নবমী

নবমী মানেই জমকালো পোশাক, তাই নবমীতে তাঁর পছন্দ লেহেঙ্গা। 

8/8
নবমী লুক
নবমী লুক

লাল কমলা কম্বিনেশনের লেহেঙ্গার উপর গোল্ডেন জরির কাজ, যা সত্যিই জমকালো। 





Read More