PHOTOS

Devlina Kumar: ধারাবাহিকে ডেবিউ, পদ্মাবতীর চরিত্রে দেবলীনা কুমার, শীঘ্রই শুরু হবে শুটিং

Advertisement
1/6
ধারাবাহিকে ডেবিউ
ধারাবাহিকে ডেবিউ

নিজস্ব প্রতিবেদন: সম্প্রতি ছোটপর্দায় রিয়ালিটি শোয়ের মেন্টর হিসাবে দেখা গেছে দেবলীনা কুমারকে। এবার তাঁকে দেখা যাবে পৌরাণিক ধারাবাহিকে। 

 

2/6
ধারাবাহিকে ডেবিউ
ধারাবাহিকে ডেবিউ

কালারস বাংলার জয় জগন্নাথ ধারাবাহিকে পদ্মাবতীর চরিত্রে দেখা যাবে দেবলীনা কুমারকে। সম্প্রতি হয়ে গেল এই ধারাবাহিকের লুক টেস্ট। শীঘ্রই শুরু হবে শুটিং। 

 

3/6
ধারাবাহিকে ডেবিউ
ধারাবাহিকে ডেবিউ

বাংলার গ্রামের সাধারণ ঘরের মেয়ে পদ্মাবতী। শিশুকাল থেকেই দেবদ্বিজে তার অটল ভক্তি। তার জন্মের আগেই তার বাবা তাকে শ্রীজগন্নাথদেবের কাছে দান করেছিলো। কিন্তু পরবর্তীতে সে কথা তিনি ভুলে যান। 

 

4/6
ধারাবাহিকে ডেবিউ
ধারাবাহিকে ডেবিউ

পদ্মাবতীর বিবাহের আয়োজন করেন তিনি। কিন্তু বারবার সেই বিবাহগুলো ভেঙে যেতে থাকে। তখন পদ্মাবতীর বাবার মনে পড়ে পূর্বতন প্রতিশ্রুতি। 

 

5/6
ধারাবাহিকে ডেবিউ
ধারাবাহিকে ডেবিউ

মেয়েকে নিয়ে রওনা দেন পুরুষোত্তম ক্ষেত্রের শ্রীমন্দিরের উদ্দেশ্যে। জগন্নাথ মন্দিরে মহারাজ ইন্দ্রদ্যুম্ন যখন প্রকৃত ভক্তিপ্রাণা দেবদাসীর অনুসন্ধান করছেন, তখনই পদ্মাবতীর বাবার সঙ্গে পথে সাক্ষাৎ হয় মহারাজের প্রতিনিধি রাজগুরু ব্রহ্মানন্দ স্বামীর। 

 

6/6
ধারাবাহিকে ডেবিউ
ধারাবাহিকে ডেবিউ

ব্রহ্মানন্দ ও পদ্মাবতীর বাবা পরস্পরের পূর্ব পরিচিত, শৈশবের বন্ধু। পদ্মাবতীর বাবার অনুরোধে এবং রাজগুরুর আগ্রহে পদ্মাবতী শ্রী মন্দিরে এসে দেবদাসীর পদ অলংকৃত করে। 





Read More