PHOTOS

Dhanteras 2024: ঠিক সময়ে কিনলে মাথার উপর উপুড় হবে লক্ষ্মীর ঝাঁপি! জেনে নিন, ধনতেরাসে কেনাকাটার শুভ সময়...

Dhanteras Buying Time Subh Mahurat: দু'দিন পরে কালীপুজো। আজ ধনতেরস। ধনত্রয়োদশী। সোনা-রুপোর মতো মূল্যবান ধাতু কেনার দিন।

Advertisement
1/6
ধনলক্ষ্মীর কৃপা
ধনলক্ষ্মীর কৃপা

ধনতেরসে জিনিসপত্র তো কিনবেন, কিন্তু যখন-তখন কি কিনবেন? এমন সময়ে কিনবেন যাতে আপনার উপর ধনলক্ষ্মীর কৃপা বর্ষিত হয়। 

2/6
ত্রিপুষ্কর যোগ
ত্রিপুষ্কর যোগ

সব থেকে বড় কথা, এবারে ধনতেরাসের দিন রয়েছে এক বিরল যোগ-- ত্রিপুষ্কর যোগ। এই যোগে কেনাকাটা অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। এই ত্রিপুষ্কর যোগ থাকছে আজ সকাল ৬টা ৩১ মিনিট থেকে ১০.৩১ মিনিট পর্যন্ত। অর্থাৎ, এই সময়-পর্বটা চলে গিয়েছে। যাঁরা এই সময়ে কিছু কিনেছেন তাঁদের দারুণ মঙ্গল সাধিত হয়েছে।

3/6
তিনটি মুহূর্ত
তিনটি মুহূর্ত

না, যাঁরা এখন কপিটা পড়ছেন, তাঁরা হতাশ হবেন না। কেনাকাটার জন্য এবার মোট তিনটি মুহূর্ত রয়েছে।

4/6
গোধূলিবেলায়
গোধূলিবেলায়

দ্বিতীয় মুহূর্ত সকাল ১১.৪২ মিনিট থেকে দুপুর ১২.২৭ মিনিট পর্যন্ত। এটিও অবশ্য শেষের পথে। শেষ তথা তৃতীয় মুহূর্তটি গোধূলিবেলায়। শুরু ৫.৩৮ মিনিটে। শেষ সন্ধ্যা ৬.০৮ মিনিটে।

5/6
কী কিনবেন?
কী কিনবেন?

কিন্তু কিনবেন কী? ধনতেরসে ধাতু কেনাই রীতি। রৌপ্য মুদ্রা বা লক্ষ্মী-গণেশের মূর্তি ক্রয় করাও এই সময়টায় বিশেষ শুভ বলে মনে করা হয়। তবে এদিন আরও কিছু জিনিস কিনলে সংসারে অশেষ মঙ্গল হয়। যেমন, ঝাড়ু বা ঝাঁটা,নুন, গোটা ধনে। যাইহোক, একটা জিনিস মাথায় রাখুন, এবছর ধনতেরসে সোনা কেনার জন্য মোট ২০ ঘণ্টা ১ মিনিট শুভ সময় মিলছে।

6/6
কার পুজো
কার পুজো

ধনতেরসের দিনটি দেবী লক্ষ্মী ও কুবেরের। তবে এঁদের পাশাপাশি এদিন ধন্বন্তরির পুজোও করা হয়। এদিন ধন্বন্তরির জন্মদিন মনে করা হয়।

(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)





Read More