PHOTOS

Dev-Subhashree: 'এই জন্মে আমি আমার নাম থেকে শুভশ্রীকে সরাতে পারব না...', দেবের উত্তরে শুভশ্রী জানান...

Dhumketu: দেব-শুভশ্রী একমঞ্চে অথচ কনটেন্ট তৈরি হবে না তাও কী হয়! একের পর এক চমকপ্রদ ঘটনা সামনে এল। একসঙ্গে দেখা দিলেও...

Advertisement
1/9
দেব-শুভশ্রী ধূমকেতু
দেব-শুভশ্রী ধূমকেতু

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১০ বছর পর একমঞ্চে দেব-শুভশ্রী। এই মুহুর্ত দেখার জন্য এতদিন অপেক্ষা করেছেন তাদের অনুরাগীরা। মঞ্চে এসেই তাদের আইকনিক স্মৃতি ফিরিয়ে আনেন শুভশ্রী-দেব।

2/9
দেব-শুভশ্রী ধূমকেতু
দেব-শুভশ্রী ধূমকেতু

অতীতের মান-অভিমান,রাগ-বিরহ সবকিছু ভুলে শুধুই একে অপরের কাছাকাছি দেব-শুভশ্রী। একে অপরকে আনব্লক করার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ফলো করলেন দেব-শুভশ্রী। 

3/9
দেব-শুভশ্রী ধূমকেতু
দেব-শুভশ্রী ধূমকেতু

অনেকদিন পর বাংলা ছবিতে কোনও জুটিকে নিয়ে এত উন্মাদনা তৈরি হয়েছে। এ বিষয়ে অবশ্য শুভশ্রীর বক্তব্য, আমি আর দেব এতটা চেষ্টা করিনি এই জুটিটাকে বাঁচিয়ে রাখার। কিন্তু দর্শকরা, তাঁদের ভালবাসায়, অনুভূতিতে, কান্নায়, আনন্দে আমাদের জুটিকে বাঁচিয়ে রেখেছিল। 

4/9
দেব-শুভশ্রী ধূমকেতু
দেব-শুভশ্রী ধূমকেতু

তবে দেবের মত আলাদা। এদিন মেগাস্টার বলেন, শুভশ্রীর নাম থেকে দেবকে সরানো যবে না। দেবের নাম থেকে শুভশ্রীকে সরানো যাবে না। যদিও এর প্রেক্ষাপট একেবারেই আলাদা। স্কুলে নাকি শিশুরা দেব-দেবীর রচনার জায়গায় দেব-শুভশ্রীর কথা লিখে দেয়। 

5/9
দেব-শুভশ্রী ধূমকেতু
দেব-শুভশ্রী ধূমকেতু

সেই উন্মাদনাকে ভাষায় প্রকাশ করে সঞ্চালক জুটির বর্ণনা করতে গিয়ে জানান, দেবের পর শুভশ্রীর নাম চলেই আসে। একথা শুনে দেবের স্পষ্ট উত্তর, 'এই জন্মে অন্তত আমি আমার নাম থেকে শুভশ্রীকে সরাতে পারব না। শুভশ্রীর নাম থেকে ও আমাকে সরাতে পারবে না। যখন জুটি নিয়ে আলোচনা হবে।' 

6/9
দেব-শুভশ্রী ধূমকেতু
দেব-শুভশ্রী ধূমকেতু

তবে এরপর কী একসঙ্গে ছবি করবেন দেব-শুভশ্রী? এই প্রশ্নের মুখোমুখি হওয়া মাত্রই দু'জনেই জানালেন ভাল গল্প পরিচালক এবং প্রযোজক পেলে অবশ্যই তারা একসঙ্গে ছবি করবেন।

7/9
দেব-শুভশ্রী ধূমকেতু
দেব-শুভশ্রী ধূমকেতু

তবে দেবের প্রযোজনায় শুভশ্রী কাজ করলেও দেবকে নাকি নিজের প্রযোজনায় এফোর্ট করতে পারবেন না শুভ। তখন দেবের অনুরাগীদের দাবি, দেব যেন বিনা পারিশ্রমিকে কাজটা করে দেয়। 

8/9
দেব-শুভশ্রী ধূমকেতু
দেব-শুভশ্রী ধূমকেতু

এদিন মঞ্চে এসেই নায়িকা নায়ককে জিজ্ঞাসা করেন, 'আমার সঙ্গে বন্ধুত্ব করবে?' দেব বলেন, 'কেন?' দর্শকেরাই সেই উত্তর দিয়ে দেন, 'এমনি'। এর পরে, হাত মিলিয়ে নেন দেব শুভশ্রী। নস্ট্যালজিক দর্শকেরা। 

9/9
দেব-শুভশ্রী ধূমকেতু
দেব-শুভশ্রী ধূমকেতু

একে অপরের প্রশংসায় পঞ্চমুখ দেব ও শুভশ্রী। একে অপরের জন্য গাইলেন গান। এই ছবি বোধহয় অনেকটা দূরত্ব মিটিয়ে দিল। 





Read More